জামালপুর সংবাদদাতা:
জামালপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন ও বাল্কহেডের মাধ্যমে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের অনন্তবাড়ি এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নেন নারী পুরুষসহ এলাকার শতাধিক মানুষ।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা নয়ন হোসেন, সবুজ মিয়া ও লাভনি বেগম। তারা অভিযোগ করেন, স্থানীয় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন ও বাল্কহেড ব্যবহার করে দিন-রাত ২৪ ঘণ্টা বালু উত্তোলন করে আসছে। এতে নদীর পাড় ভেঙে বসতবাড়ি ও গাছপালা নদীগর্ভে বিলীন হচ্ছে। হুমকির মুখে পড়েছে জামালপুর ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক।
স্থানীয়রা আরও জানান, ড্রেজার মেশিন ও বাল্কহেডের বিকট শব্দে শিশু ও বৃদ্ধসহ সকল বয়সী মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। দ্রুত এসব অবৈধ ড্রেজার ও বাল্কহেড অপসারণ না করলে তাদেরকে বসতভিটা ছেড়ে অন্যত্র চলে যেতে হতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন। এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.