মৌলভীবাজারে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

মৌলভীবাজার সংবাদদাতা:

মৌলভীবাজার শহরের শমশেরনগর সড়কস্থ সদাইপাতি এফ রহমান ট্রেডিং নামের ব্যবসা প্রতিষ্ঠানের সত্ত¡ ধিকারী শাহ ফয়জুর রহমান ওরফে রুবেলকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় কতিপয় দৃর্বৃত্ত তাকে তার দোকানে প্রবেশ করে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে সংকটাপন্ন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পর রাত ১০টার দিকে তিনি মারা যান।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর কতিপয় দুর্বৃত্ত শাহ ফয়জুর রহমান ওরফে রুবেলকে তার ব্যবসা প্রতিষ্ঠান সদাইপাতি এফ রহমান ট্রেডিংয়ে প্রবেশ করে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপাতে থাকে। এসময় তিনি আত্মরক্ষার্থে চিৎকার দিলে আশপাশের ব্যবসায়ী ও সিএনজি অটোরিকশা চালকরা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত রুবেলকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে যাবার পর তিনি মৃত্যুবরণ করেন। নিহত ব্যবসায়ী রুবেলের বাড়ি জেলার কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। দীর্ঘদিন ধরে তিনি মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বর্ষিজোড়া গ্রামে সপরিবারে বসবাস করছিলেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী এক সিএনজি অটোরিকশা চালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমরা কয়েকজন রুবেল ভাইয়ের পাশের দোকান মাতৃছায়া ইলেকট্রনিক্সে বসে ছিলাম। হঠাৎ বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুনে দৌড়ে রুবেল ভাইয়ের দোকানে যাই। আমরা যাবার সময় দেখতে পাই রুবেল ভাইয়ের উপর হামলাকারীরার দ্রæত পালিয়ে যায়। পরে রুবেল ভাইকে আমরা সিএনজিতে করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে ডাক্তাররা উনাকে সিলেট রেফার করেন।’

নিহত শাহ ফয়জুর রহমান ওরফে রুবেলের শ্যালক ইমন তরফদার বলেন, ‘আমার দুলাভাই দীর্ঘদিন ধরে মৌলভীবাজার শহরে অত্যন্ত সুনামের সাথে ব্যবসা করে আসছেন। শহরের শমসেরনগর রোডস্থ সাদাইপাতি নামের তার নিজের প্রতিষ্ঠান আছে। কি কারনে তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে তা এখনো জানতে পারিনি। তবে আমরা ধারণা করছি হয়তো কারো সাথে তার পূর্ব শত্রæতা থাকতে পারে। সেই জেরে হয়তো তাকে হত্যা করা হয়েছে।’

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, ‘ব্যবসায়ী রুবেলের হত্যা সম্পর্কে আমরা এখনো কোন ক্লু পাইনি। এ হত্যা রহস্য উদঘাটনে তদন্ত চলছে এবং হামলাকারীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।’

ছয় লাখ টাকাসহ বিকাশ কর্মী নিখোঁজ

ছয় লাখ টাকাসহ বিকাশ কর্মী নিখোঁজ

সিরাজগঞ্জ সংবাদদাতা:

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৬ লাখ টাকা, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনসহ নাজমুল হাসান রুবেল (২৮) নামে এক বিকাশ কর্মী রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। তিনি টাকা নিয়ে পালিয়েছেন নাকি অপহরণের শিকার হয়েছেন, তা নিয়ে পুলিশ ও সহকর্মীদের মধ্যে দ্বিধা তৈরি হয়েছে। নিখোঁজ নাজমুল হাসান রুবেল তাড়াশ উপজেলার উত্তর মথুরাপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাঁতী বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসে ডিএসও (ডিস্ট্রিবিউশন সেলস অফিসার) পদে কর্মরত ছিলেন।

প্রতিদিনের মতো গত রোববার (২৪ আগস্ট) সারাদিনের কাজ শেষে তার সন্ধ্যায় অফিসে ফেরার কথা ছিল। কিন্তু সন্ধ্যা থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সহকর্মীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে রাত আনুমানিক ১২টার দিকে রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে বলা হয়েছে, নিখোঁজ হওয়ার সময় রুবেলের কাছে নগদ ৬ লাখ টাকা, একটি মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন ছিল।

সোমবার সকালে রায়গঞ্জ উপজেলা পরিষদ কেন্দ্রীয় কবরস্থানের সামনের রাস্তার পাশের একটি বাগানে রুবেলের মোটরসাইকেল ও হেলমেট পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সেগুলো উদ্ধার করলেও তার কোনো খোঁজ মেলেনি। ভূঁইয়াগাঁতী বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসের কর্মকর্তা শ্যামা প্রসাদ জয় বলেন, উদ্ধার হওয়া মোটরসাইকেল ও হেলমেট রুবেলেরই। কিন্তু তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম. মাসুদ রানা জানান, বিকাশ কর্মী নিখোঁজের বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল থেকে তার মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার করা হয়েছে। তাকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া