সাংবাদিক তুহিন হত্যার দায় স্বীকার স্বাধীনের

সাংবাদিক তুহিন হত্যার দায় স্বীকার স্বাধীনের

ডেস্ক রিপোর্ট:

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেফতার স্বাধীন।

শনিবার (৯ আগস্ট) সকালে এক সংবাদ সম্মেলনে গাজীপুর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১) কোম্পানি কমান্ডার কে এম এ মামুন খান চিশতী এ তথ্য জানিয়েছেন।

কোম্পানি কমান্ডার জানান, স্বাধীন এ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বাধীন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ছিনতাইয়ের ভিডিও ধারণ করার কারণে তুহিনকে হত্যা করা হয়।

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে তাদের আদালতে তোলা হবে। এর আগে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করে পুলিশ; তারা বাসন থানায় রয়েছেন।

এর আগে, শুক্রবার সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় বাসন থানায় মামলা দায়ের করা হয়। নিহতের বড় ভাই বাদী হয়ে অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

পুলিশের প্রাথমিক তদন্তে, চান্দনা চৌরাস্তা এলাকায় শাপলা ম্যানশনের সামনে এক নারীকে মারধর করে বাদশা মিয়া নামে এক ব্যক্তি। এ সময় কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে বাদশাকে আঘাত করে। এই ঘটনার ভিডিও ধারণ করেন তুহিন। বিষয়টি টের পেয়ে হামলাকারীরা তুহিনকে ভিডিও ডিলিট করতে বলে। তখন তুহিন নিজের পরিচয় দিয়ে ভিডিও ডিলিট করতে অস্বীকার করেন। পরে পাশের একটি মার্কেটের সামনে তুহিনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে তারা।

পল্লবী থানা এলাকার মামলাবাজ রেশমার জালে দিশেহারা সেলিম

আয়েশা আক্তার॥
রাজধানীর পল্লবী থানা এলাকার আর্মি আবাসন এর এক মামলাবাজ রেশমার মামলায় দিশেহারা সেলিম নামের এক লোক। গত ১০ জুলাই পানি নিয়ে ঝগড়ার সৃষ্টি হয় পাশের বাসার লোকজনের সাথে আর এই ঝগড়াকে কেন্দ্র করে এলাকার মামলাবাজ নামে পরিচিত রেশমা, মুলতান এর পুত্র সেলিম সহ এলাকার কয়েক জনের নামে পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন যার নং ২৩। এলাকায় সরেজমিনে জনসাধারনের সাথে কথা বলে জানাযায় সেই ঘটনার দিন সেলিম উপস্থিত ছিলো না তাহলে সেলিম কেন আসামী হলো তা খোজতে গিয়ে দেখাযায় , এই রেশমা একজন মামলাবাজ মহিলা সে নিজেকে অনেক ক্ষমতাবান হিসেবে জাহির করে আর সাধারন মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে এমনকি মামলার ভয় দেখিয়ে মানুষ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়াই তার আসল পেশা, আর এ কারনেই সেলিমকে মিথ্যা মামলায় জড়িয়ে টাকা হাতিয়ে নেয়াই তার আসল উদেশ্য। এলাকাবাসীর কাছ থেকে জানাযায় এই রেশমা এর আগেও কয়েকটি মামলা করেছে সাধারন মানুষের নামে আর এই মিথ্যা মামলা দেয়াই তার কাজ। আরো জানাযায় এই রেশমা আবার নিজেকে একটি সরকারী অনুমোদনহীন কথিত একটি অনলাইন নিউজ প্রোটালের আবার নাকি হেড অব নিউজ। যদিও অনলাইন নিউজ প্রোটালে এই পদ বলতে কিছই নেই। তাই সেই ভূয়া পরিচয় দিয়েও সে এলাকার মানুষকে হামলা মামলার ভয় দেখায়। উক্ত প্রতিবেদক সরেজমিনে যখন তার মন্তব্য সংগ্রহ করতে যায় তখনও সে নিজে অনেক বড় ক্ষমতার অধিকারী বলে জাহির করেন এমনকি তাকে চিনতে ভুল করেছ বলেও হুমকি প্রদান করেন এমনকি তার এই বিষয়ে নিউজ হলে মামলার ভয় দেখান।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান