নওগাঁ সংবাদদাতা:
নওগাঁয় এবার বর্ষাকালেও তরমুজ চাষে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। রাণীনগর ও সদর উপজেলায় পরীক্ষামূলকভাবে চাষ হচ্ছে কালো হাইব্রিড মার্সেলো জাতের তরমুজ, যা কৃষক ও ক্রেতা দু’পক্ষেরই নজর কাড়ছে। জেলা কৃষি বিভাগের আধুনিক কৃষি প্রযুক্তি প্রদর্শনী প্রকল্পের আওতায় রাণীনগরের কাশিমপুর ইউনিয়ন ও সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নে প্রায় এক একর জমিতে এই তরমুজ চাষ হচ্ছে। মাচায় ঝুলছে কালো তরমুজ, অনেকগুলো আবার জালের ভেতরে সুরক্ষিত। প্রতিদিনই স্থানীয় কৃষকরা ক্ষেত পরিদর্শনে ভিড় করছেন।
উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আতিকুর রহমান জানান, মার্সেলো জাতের এই তরমুজ ভাইরাস সহনশীল এবং গাছ লাগানোর ৬০-৬৫ দিনের মধ্যে ফসল তোলা যায়। মালচিং পদ্ধতিতে চাষ করলে ফলন ভালো হয়। বর্ষাকালে প্রতিটি তরমুজের ওজন হয় ৩-৫ কেজি, ভেতরের অংশ গাঢ় লাল ও স্বাদে মিষ্টি। মোটা খোসার কারণে এক মাস পর্যন্ত সংরক্ষণযোগ্য। শীতকালে মাটিতে চাষ করলে প্রতিটি ফলের ওজন বেড়ে হয় ৬-৮ কেজি।
কাশিমপুর ডাঙ্গাপাড়ার চাষি নিরাঞ্জন চন্দ্র বলেন, রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই বিষমুক্ত তরমুজ চাষে মালচিং পদ্ধতির বিকল্প নেই। কৃষি অফিসের সহায়তায় ২৫ শতক জমিতে তরমুজের পাশাপাশি শসা চাষ করেছি। বাজারে কেজি প্রতি ৫০-৬০ টাকা দামে বিক্রি হবে বলে আশা করছি। রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. মোস্তাকিমা খাতুন চৈতি জানান, কৃষকদের আধুনিক, লাভজনক ও বিষমুক্ত চাষাবাদের দিকে আগ্রহী করতে এই প্রদর্শনী আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের উচ্চ ফলনশীল ও লাভজনক ফল-সবজি চাষে কৃষি বিভাগের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.