নওগাঁ সংবাদদাতা:
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা। একইসঙ্গে তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত এবং হত্যার বিচার দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন। শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় শহরের মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির উদ্যোগে এ কর্মসূচি হয়।
নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুর রহমান জয়, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রশিদ তারেকসহ অন্যান্যরা।
বক্তারা বলেন সাংবাদিক তুহিন হত্যা শুধু একজন সাংবাদিককে নির্মমভাবে হত্যা নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য বড় হুমকি। তারা গাজীপুরসহ সারা দেশে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নেরও আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.