অটোরিকশা কিনে না দেওয়ায় যুবকের আত্মহত্যা

অটোরিকশা কিনে না দেওয়ায় যুবকের আত্মহত্যা

জেলা প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়ায় পরিবারের সঙ্গে অভিমান করে রিয়াজ উদ্দীন নামের এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার (৯ আগস্ট) সকালে উপজেলার চুনতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৌলানা পাড়া থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রিয়াজ উদ্দীন মৌলানা পাড়া এলাকার প্রবাসী সাহাব উদ্দীনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, রিয়াজ কিছুদিন আগে একটি অটোরিকশা চালাতেন। তবে সেটি বিক্রি করে পাওয়া টাকা শেষ হয়ে গেলে তিনি রাজমিস্ত্রীর কাজ শুরু করেন। সম্প্রতি তিনি মায়ের কাছে একটি নতুন সিএনজি কেনার জন্য অনুরোধ জানিয়ে আসছিলেন এবং না পেলে আত্মহত্যার হুমকিও দেন। মা তাকে আশ্বস্ত করেছিলেন যে, বাবা বিদেশ থেকে ফিরলেই সিএনজি কিনে দেবেন। কিন্তু রিয়াজ অপেক্ষা না করে শুক্রবার (৮ আগস্ট) গভীর রাতে নিজ ঘরে আত্মহত্যা করেন।

শনিবার ভোরে মা ও বোন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে চুনতি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জিয়াউল হুদাসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

 

বুড়িচং প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধিঃ
বুড়িচং প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা গতকাল ৩ এপ্রিল সন্ধ্যায় বুড়িচংস্থ দারুস সালাম মাদানীয়া মাদরাসায় অনুষ্ঠিত হয়েছে।
বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক বাবুর সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি মোঃ মোসলেহ উদ্দিন,দারুস সালাম মাদানীয়া মাদরাসার অধ্যক্ষ ক্বারী মাওলানা মোঃ রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক গীতিকবি আক্কাস আল মাহমুদ হৃদয়,অর্থ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান,দপ্তর সম্পাদক মোঃ সাফি, প্রচার সম্পাদক মোঃ শরীফুল ইসলাম সুমন,তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল্লাহ,সদস্য মোঃ আলমগীর হোসেন বাচ্চু, দারুস সালাম মাদানীয়া মাদরাসার উপাধ্যক্ষ ক্বারী মাওলানা মোঃ জসিম উদ্দিন,মাওলানা মোঃ মেহেদী হাসান।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান