ভারতে পালানোর সময় দীপু মনির ভাগনে আটক

ভারতে পালানোর সময় দীপু মনির ভাগনে আটক

ঝিনাইদহ সংবাদদাতা:

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ভাগ্নে রিয়াজ উদ্দিনকে আটক করেছে পুলিশ। শনিবার (৯ আগস্ট) দুপুরে মহেশপুর উপজেলার জেলেপোতা গ্রাম থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়। এ সময় রিয়াজ উদ্দিনকে ভারতে পালাতে সহায়তা করার দায়ে সীমান্ত এলাকার চিহ্নিত দালাল ফয়েজ উদ্দিন, মিনহাজ উদ্দিনকেও আটক করা হয়।

সীমান্তে বিভিন্ন সূত্র থেকে জানা যায়, বৃহস্পতিবার চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে বিপুল অংকের টাকা নিয়ে রিয়াজ উদ্দিন ভারতে পালানোর সময় অজ্ঞাত ব্যক্তিদের হাতে আটক হন। ওই ব্যক্তিরা রিয়াজের কাছ থাকা টাকা কেড়ে নিয়ে তাকে মহেশপুরের দালালদের কাছে হস্তান্তর করেন। শনিবার দুপুরে এ খবর জানতে পেরে সীমান্ত থেকে ৭ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুরের জেলেপোতা গ্রামের লোকজন তিন দালালসহ ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের বহিস্কৃত দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করে। খবর পেয়ে মহেশপুর ৫৮ বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মহেশপুর থানার ওসি সাজ্জাদ হোসেন খবর নিশ্চিত করে বলেন, দীপু মনির ভাগ্নে রিয়াজ উদ্দিনসহ তিন দালালকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রিয়াজের নামে ঢাকার বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা থাকতে পারে। মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, এমন খবর পেয়ে ঘটনাস্থলে বিজিবি পাঠানো হয়েছিল। স্থানীয়রা জেলেপোতা গ্রাম থেকে তাদের আটক করে পুলিশে দিয়েছে বলে শুনেছি।

তারাকান্দায় মানবজমিন পত্রিকার রজতজয়ন্তী উদযাপন

ময়মনসিংহের তারাকান্দায় দৈনিক মানবজমিন পত্রিকার রজতজয়ন্তী উপলক্ষে জাঁকজমক ভাবে তারাকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মানবজমিন পত্রিকার তারাকান্দা প্রতিনিধি রফিক বিশ্বাসের সঞ্চালনায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, সোমবার (২৭ফেব্রুয়ার) সকাল ১১টায় তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলহাজ্ব ফজলুল হক।সভায় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন ইউপি চেয়ারম্যান ইকরামুল হক তালুকদার,নাঈমুর রহমান উজ্জ্বল,আব্দুর রহমান তালুকদার,তারাকান্দা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাগর তালুকদার,নাজমুল হক ও সাংবাদিক সোহেল রানা,ফজলে এলাহি ঢালি,শামিম হোসাইন,সেকান্দর আলি ও জাকির হোসেন।

এ সময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম