এনসিপির চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটি গঠন

এনসিপির চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটি গঠন

ডেস্ক রিপোর্ট:

আগামী তিন মাস কিংবা আহ্বায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৯ আগস্ট) বিকেলে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।

সমন্বয় কমিটিতে মীর আরশাদুল হককে প্রধান সমন্বয়কারী করা হয়েছে। যুগ্ম সমন্বয়কারী হলেন- মোহাম্মদ এরফানুল হক, আরিফ মঈনুদ্দিন, মো. রাফসান জানি রিয়াজ, মীর মোহাম্মদ শোয়াইব, মো. জসিম উদ্দিন ওপেল, জোবাইর হোছেন, মুহাম্মদ সাঈদুর রহমান, নিজাম উদ্দিন।

সদস্যরা হলেন- মোহাম্মদ ফরহাদুল আলম সবুজ, মোহাম্মদ বেলাল হোসেন, সাদিয়া আফরিন, সাহেদ ইকবাল চৌধুরী, রকিবুল হাসান, মোহাম্মদ সোহরাব চৌধুরী, মোহাম্মদ রিদুয়ান কাদের, লুৎফুর রহমান রোহান, এডভোকেট আবির মুহাম্মদ, মেহেদী হাসান জনি, সুব্রত পাল, ইফহামুল হক আশেক, সৈয়দ এহছানুল হক, মো. আজগর আলী (আশিক), ডা. মাহতাব উদ্দিন আহমদ, মো. এমদাদুল হক, মো. মিজানুর রহমান (নোবেল), মোহাম্মদ আজাদ, হৃদয় দত্ত, আকরাম হোসাইন বাপ্পি, মুহাম্মদ ইসমাঈল শরীফ, তাহজিব চৌধুরী ও রুহুল আমিন প্রমুখ।

আগামী ৫০ বছরেও আওয়ামী লীগ ক্ষমতায় ফিরতে পারবে না

স্টাফ রিপোর্টার:

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ আগামী ৫০ বছরেও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবে না।

সোমবার সিলেট নগরীর রেজিস্টারি মাঠে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত নববর্ষের শোভাযাত্রার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আরিফুল হক চৌধুরী বলেন, কোনো স্বৈরাচারী সরকার পতনের পর আর ক্ষমতায় ফিরে আসতে পারেনি, আওয়ামী লীগ আগামী ৫০ বছরেও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবে না। পাশের দেশে বসে পতিত স্বৈরাচার শেখ হাসিনা তার দলের পলাতক নেতা-কর্মীদের দেশে অরাজকতা সৃষ্টি করতে উসকে দিচ্ছেন। শেখ হাসিনার উসকানিতে দেশে কেউ অরাজকতা করার চেষ্টা করলে এ দেশের মানুষ ছেড়ে দেবে না। শেখ হাসিনা উসকে দিয়ে পাশের দেশে নিরাপদে থাকলেও তার কথায় যারা দেশে অরাজকতা করবে তারা শান্তিতে থাকবে না। দেশের মানুষ ও সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।’

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘দলের মধ্যে কোনো বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী দোসরদের প্রতিহত করতে হবে। এখন দলীয় ঐক্যের বড় প্রয়োজন। তাই দলের মধ্যে ঐক্য ফিরিয়ে আনতে হবে।’

এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্রথম প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম