সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন

মোঃ রফিকুল ইসলাম:

গত ৭ আগস্ট গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা শত শত মানুষের সামনে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে।

জানা যায়, একটি মারা মারির ভিডিও ধারণ করা কে কেন্দ্র করে র্দুবৃত্তদের হাতে প্রাণ দিতে হয় তুহিন কে। এই জঘন্য ও ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সারাদেশে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের ডাক দেয়। এরই ধারাবাহিকতায় আজ ১০ আগস্ট জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। এতে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ও ঢাকা মহানগর কমিটিসহ সংগঠনের বহু নেতাকর্মী অংশ গ্রহণ করেন।

বিক্ষোভ সমাবেশ বক্তারা গাজীপুরের আইন শৃঙ্খলা চরম অবনতি ও প্রশাসনের ব্যর্থতার সুস্পষ্ট বহু কারন উল্লেখ করেন। এবং সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা ও একদিন আগে আরেক সাংবাদিক আনোয়ারের উপর বর্বরোচিত হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

আলাপ পে’র সঙ্গে মেট্রোরেলের পেমেন্ট সংযুক্তির পরিকল্পনা

স্টাফ রিপোর্টারঃ

রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এবার মেট্রোরেল ও অন্যান্য ইউটিলিটি পেমেন্ট অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করেছে নিজেদের ওয়ালেট ‘আলাপ পে’র সঙ্গে। নিজেদের গ্রাহকরা যেন একক উইন্ডোতে অনায়াসে বিভিন্ন ধরনের ইউটিলিটি পেমেন্ট পরিষেবা নিতে পারেন, সেজন্যই এমন পরিকল্পনা নিয়ে কাজ করতে চাচ্ছে বিটিসিএল।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, মেট্রোরেল, ফ্লাইওভার ও ব্রিজের মতো সেবার অর্থ প্রদানে আলাপ ওয়ালেটের মাধ্যমে সমন্বিত করার ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে বিটিসিএলের।

তিনি বলেন, আলাপ ওয়ালেটের মাধ্যমে বিদ্যুৎ ও পানির ইউটিলিটি বিল পরিশোধ করারও পরিকল্পনাও রয়েছে বিটিসিএলের।

এই পদক্ষেপের সঙ্গে সংশ্লিষ্ট বিটিসিএল কর্মকর্তারা বলেছেন, তারা কীভাবে পরিষেবাগুলোর প্রস্তাব করতে পারেন তা নির্ধারণ করতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সঙ্গে আলোচনা করছেন।

প্রাথমিকভাবে বিটিসিএল তাদের ল্যান্ডফোন বিল পরিশোধের জন্য গ্রাহকদের সুবিধার্থে তাদের ওয়ালেট ‘আলাপ পে’ তৈরি করেছে। রাষ্ট্রীয় মালিকানাধীন ল্যান্ডফোন অপারেটরটি একটি অনন্য গ্রাহকের নম্বরের মাধ্যমে যে কোনো মোবাইল বা ল্যান্ডফোনে কল করার সুবিধাসহ ২০২১ সালের মার্চ মাসে ওভার-দ্য টপ (ওটিটি) কলিং অ্যাপ্লিকেশন ‘আলাপ’ চালু করে।

 

সবা:স:জু- ৬২০/২৪

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে আরও দেড় হাজারের বেশি আবেদন সতর্ক মন্ত্রণালয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের