লালমনিরহাট জেলা প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যাটালিয়ন (৬১) বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার দোয়ানী উচ্চ বিদ্যালয় মাঠে এই ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার ও অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস. এম. জাহিদুর রহমান।
এসময় রংপুর সেক্টর কমান্ডার কর্নেল সাব্বির আহমেদ, তিস্তা ব্যাটালিয়ন (৬১) বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম, দোয়ানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান এবং হাতীবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরল হক উপস্থিত ছিলেন।
রিজিয়ন কমান্ডার জাহিদুর রহমান বলেন, বিজিবি সীমান্তে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবসেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণের আগে তিনি তিস্তা ব্যাটালিয়ন (৬১) বিজিবির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন এবং ব্যাটালিয়ন সদর দপ্তর পরিদর্শন করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.