খুলনা সংবাদদাতা:
খুলনার ফুলতলা উপজেলার আঠারো মাইল এলাকায় অবস্থিত খুলনা সুপার জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে মিলের ১নং পাট গোডাউনে হঠাৎ আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, রাত সাড়ে ৯টার সময় মিল শ্রমিকরা গোডাউনের ভেতরে আগুনের ফুলকি দেখতে পান। বিষয়টি নিরাপত্তা প্রহরীদের জানানো হলে তারা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে খুলনা সদর, টুটপাড়া ও খালিশপুর স্টেশন থেকে আরও তিনটি ইউনিট যোগ দেয়। রাত পৌনে ১২টার দিকে একটি অতিরিক্ত ইউনিটও সেখানে পৌঁছায়।
খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. মাসুদ সরদার জানান, মোট ছয়টি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে পাট গোডাউনটি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.