কুমিল্লায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ

কুমিল্লায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ

কুমিল্লা সংবাদদাতা:

কুমিল্লা সিটি করপোরেশনের ১৫নং ওয়ার্ডের কাটাবিল এলাকার বাসিন্দা নাসরিন আক্তার পারিবারিক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।
সোমবার (১১ আগস্ট) সকালে কুমিল্লা প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।

নাসরিন আক্তার অভিযোগ করেন, ২০১২ সালের ১৫ জুন সকালে একটি সন্ত্রাসী চক্র লাঠিসোটা নিয়ে পরিকল্পিতভাবে তার পারিবারিক সম্পত্তি দখলের চেষ্টা চালায়। স্থানীয়দের প্রতিবাদের মুখে দখলের চেষ্টা ব্যর্থ হলেও পরে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

তিনি আরও জানান, ঘটনার পর ২০১২ সালের ১৮ জুন কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় আসলামসহ ১২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। তবে মামলার পরও বিভিন্ন কৌশলে ওই সন্ত্রাসী চক্র জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভুক্তভোগী বলেন আমি ও আমার পরিবার দীর্ঘদিন ধরে মানসিক ও সামাজিকভাবে হয়রানির শিকার হচ্ছি। আমরা এই চক্রান্ত ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে মুক্তি চাই।

সংবাদ সম্মেলনে তিনি সরকারের অন্তর্বর্তীকালীন দপ্তর, স্বরাষ্ট্র উপদেষ্টা, জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সোহেল মিয়া, নজরুল ইসলাম এবং জাহানারা বেগম।

বরুড়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

মোঃ মহিবুল্লাহ্ ভূঁইয়া, কুমিল্লা (বরুড়া) প্রতিনিধি:

বরুড়া ভূমি মেলা ২০২৫ উপলক্ষে নামজারি ও জমাখারিজ, ভূমি উন্নয়ন কর সেবা সংক্রান্ত কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠিত হয়। নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি, নিজের জমি সুরক্ষিত রাখি এ প্রতিপাদ্যের আলোকে রবিবার (২৫ মে) সকাল ১১টায় বরুড়া উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে মুসলিমা এর সভাপতিত্বে ভুমি মেলা ২০২৫ উপলক্ষে নামজারি ও ভূমি উন্নয়ন কর সেবা সংক্রান্ত কর্মসূচী প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং।

সকাল ১১টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়। মেলা প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ভুমি মেলা ২০২৫ এর ভূমি সংক্রান্ত সেবা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠিত হয়।

বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং বলেন আজ ২৫ মে ২০২৫ থেকে আগামী ২৭ মে পর্যন্ত তিন দিন ব্যাপী ভূমি মেলার আয়োজন করা হয়েছে, এতে বিভিন্ন স্টলের মাধ্যমে ভূমি সংক্রান্ত সেবা, নামজারি আবেদন, ভূমি সংক্রান্ত গণশুনানির মাধ্যমে তাৎক্ষণিক ভূমি সেবা প্রদানের চেষ্টা করব, পাশাপাশি ভূমি উন্নয়ন করের ব্যবস্থা করা হয়েছে। এসকল সেবা কার্যক্রমে আমি ইউনএনও হিসেবে উপস্থিত থাকব পাশাপাশি সহকারী কমিশনার ভূমি আছেন আপনারা ভূমি সংক্রান্ত যে কোন সেবার জন উপজেলা ভূমি অফিসে মেলায় অংশ গ্রহণের জন্য বরুড়াবাসীকে অনুরোধ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়া, উপজেলা ভূমি অফিস এর নাজির চন্দন চক্রবর্তী, সার্টিফিকেট সহকারী শামীমা আক্তার, কানুনগো আবু তাহের, উপজেলা সার্ভেয়ার শাহাদাত হোসেন, বরুড়া পৌরসভা উপ-সহকারী ভুমি কর্মকর্তা মোঃ বাহারুল ইসলাম, সহ ইউনিয়ন উপ সহকারী ভূমি কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম