শেরপুর সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ

শেরপুর সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ

শেরপুর সংবাদদাতা:

শেরপুরের সীমান্তবর্তী  নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’এর কাছে ১০ বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

রোববার (১০ আগস্ট) বিকেলে ময়মনসিংহের ৩৯ বিজিবির হাতিপাগার বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল লতিফ ও ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলার ঢালু বিএসএফ কোম্পানি কমান্ডার এসি শেখ বশির আহমেদের উপস্থিতিতে পতাকা বৈঠকে ওই ১০ বাংলাদেশি নাগরিকে হস্তান্তর করা হয়। বিজিবি জানায়, বাংলাদেশ হতে বিভিন্ন সময়ে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল তারা। ভারতীয় পুলিশ তাদের আটকের পর রোববার বিকেলে ওই ১০ অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিককে নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও আইসিপি দিয়ে বিজিবির নিকট হস্তান্তর করে বিএসএফ।

রোববার  রাত  ১০ টার দিকে বিজিবি নালিতাবাড়ী থানা পুলিশে তাদেরকে হস্তান্তর করে। ওই ১০ বাংলাদেশি নাগরিকরা হলো- রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মলমপাড়া গ্রামের শ্রী কিরন লাকড়া (২৮), অনিতা রানী (২৬), নন্দীনি লাকড়া (০২)। একই জেলার তানোর উপজেলার জোতগরীব গ্রামের শ্রী. সুখদেব উরাও (৩৫), শ্রী গোলাপী উরাও (২৭), মায়া দেবী (১৬), ছায়াবতী (১৩), অর্নবতী (১০), বিষ্ণুপ্রিয়া (০৫) ও সাত মাস বয়সী সুদন্ত উরাও। ঘটনা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা প্রতিনিধি কে বলেন, ওই ১০ বাংলাদেশি নাগরিকদের ঠিকানায় যোগাযোগ করা হচ্ছে। দ্রুতই পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

চট্টগ্রামের ডিসি ফখরুজ্জামান ‘গণহত্যা সহযোগী’ বরখাস্তের দাবি

মোহাম্মদ মাসুদ:

চট্টগ্রামের জেলা প্রশাসক ‘গণহত্যা সহযোগী’
হাসিনা সরকারের দোসর দালাল’। ক্ষমতাচ্যুত সরকারের জেলা প্রশাসকগনের ঘনিষ্ঠজন সাবেক ছাত্রলীগ নেতা, নানা বেআইনি অনিয়মের জেরে এখনো স্বপদে বহাল রয়েছেন, ফখরুজ্জামান তাদের অন্যতম। একপর্যায়ে ছাত্র-জনতার তোপের মুখে পড়লেন প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের বরখাস্ত করার দাবি জানান।

এ সময় তারা ডিসি ফখরুজ্জামানকে উদ্দেশ্য করে ‘স্বৈরাচারের দোসর’ ‘হাসিনা সরকারের দালাল’ ‘গণহত্যার সহযোগী’ এরকম বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারীরা অবিলম্বে ডিসির অপসারণ ও শাস্তি দাবি করেন।

শনিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউজে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক এক বৈঠক শেষে এ ঘটনা ঘটে।

ওই সময় অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক সেখানে অবস্থান করছিলেন। এ সময় চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার সাইফুল ইসলামও সেখানে ছিলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান চট্টগ্রামে আসার আগে সাবেক মুখ্যসচিব আহমেদ কায়কাউসের একান্ত সচিব ছিলেন।

এর আগে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ এক বিবৃতিতে অবিলম্বে জেলা প্রশাসক ফখরুজ্জামানের বরখাস্ত করার দাবি জানান।

এক যুক্ত বিবৃতিতে প্রশাসক ফখরুজ্জামানকে স্বৈরাচারের দোসর হিসেবে উল্লেখ করে গত ৪ আগস্ট শেখ হাসিনার পতনের দুই দিন আগে শান্তি কমিটি গঠনের মাধ্যমে দেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে কঠোর হস্তে দমন করার নির্দেশদাতা হিসেবে তাকে অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।

ওই বিবৃতিতে স্বাক্ষর করেন, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি, সদস্য সচিব ডা. খুরশীদ জামিল চৌধুরী, জাতীয়তাবাদী বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরামের আহ্বায়ক অধ্যাপক নসরুল কাদির চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড. হাসান আরিফ, এ্যাব চট্টগ্রাম বিভাগীয় শাখার সভাপতি ইঞ্জিনিয়ার জানে আলম সেলিম, সাধারণ সম্পাদক আতিকুজ্জামান বিল্লাহ, ড্যাব মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. জসিম উদ্দিন চৌধুরী, জিয়া পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক রোটারিয়ান জসিম উদ্দিন চৌধুরী, জিয়াউর রহমান ফাউন্ডেশন কোর্ট বিল্ডিং শাখার সভাপতি আহ্বায়ক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক অ্যাড. মো. আলাউদ্দিন ও যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জালাল উদ্দিন পারভেজ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন