ডেস্ক রিপোর্ট:
খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে থেকে তিনটি ধারালো অস্ত্রসহ মানিক হাওলাদার (২৯) নামের এক যুবককে আটক করেছেন সেনাবাহিনীর সদস্যরা।
কেএমপির এডিসি কোর্ট প্রসিকিউশন মো. হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১/২ ও ৩নং আদালতের সামনে কয়েকজন যুবক মানিককে ধরে রেখেছিল। এ সময়ে মানিক সেখানে উপস্থিত পুলিশের কাছে সাহায্য চায়। পরবর্তীতে কোর্ট পুলিশ তাকে হেফাজতে নেয়। এর কিছুক্ষণ পর সেনাবাহিনীর কয়েকটি গাড়ি আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়ে মানিককে তাদের হেফাজতে নেয়। তার পিঠে থাকা ব্যাগ তল্লাশি করে তিনটি ধারালো চাপাতি বের করে।
খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, ধারালো অস্ত্রসহ মানিককে আটক করা হয়েছে। এ বিষয়ে অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। এর আগেও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.