রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজের নাম পরিবর্তন

রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজের নাম পরিবর্তন

কিশোরগঞ্জ সংবাদদাতা:

কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজ’ এর নাম পরিবর্তন করে এখন থেকে এটি পরিচিত হবে ‘ইটনা সরকারি কলেজ’ নামে। সোমবার (২৮ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-৪ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, দেশের আরও তিনটি সরকারি কলেজ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ২১টি ভবন ও স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। নাম পরিবর্তনের ক্ষেত্রে রাজনৈতিক ও পারিবারিক প্রভাব দূর করে নিরপেক্ষতা বজায় রাখার পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, কিশোরগঞ্জের ইটনা উপজেলার এই কলেজটির নাম পূর্বে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের নামে রাখা হয়েছিল। তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে প্রতিষ্ঠানটি ‘ইটনা সরকারি কলেজ’ নামে পরিচিত হবে।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হুরায়রা তালুকদারের দ্বায়িত্ব গ্রহণ

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদের নবনির্বাচত ভাইস চেয়ারম্যান অবু হুরায়রা তালুকদার আজ (৮ নভেম্বর) বুধবার দ্বায়িত্ব গ্রহণ করেছে।

জানা গেছে,উপজেলা পরিষদের (নবনির্বাচিত) চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণের প্রথম সভা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হুরায়রা তালুকদারের দ্বায়িত্ব গ্রহণ করে উপজেলা পরিষদের নিজ কার্যালয়ে বসেন ও উপজেলায় আগত জনসাধারণের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা করা হয়। তিনি জনগণের সেবা করার জন্য উপজেলার বাসির সকলে দোয়া ও সহযোগিতা চাঁন।

উল্লেখ্য গত (১২ জুন) তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট ফজলুল হক নির্বাচিত হন ও ভাইস চেয়ারম্যান পদে আবু হুরায়রা তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সালমা আক্তার কাকন নির্বাচিত হন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম