সরকারকে এক মাস সময় দিলেন শিক্ষকরা

সরকারকে এক মাস সময় দিলেন শিক্ষকরা

ডেস্ক রিপোর্ট:

দাবি মেনে নিতে সরকারকে এক মাস সময় দিলো এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। এর মধ্যে দাবি আদায় না হলে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন জোটের নেতারা। বুধবার (১৩ আগস্ট) শিক্ষা উপদেষ্টা ও সচিবের সঙ্গে সাক্ষাৎ করার পর প্রেস ক্লাবের সামনে এসে আন্দোলনরত শিক্ষকদের মাঝে এ ঘোষণা দেন জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। সচিবালয়ে যাওয়া শিক্ষকদের ১২ সদস্যের প্রতিনিধি দলে তিনিও ছিলেন।

দেলাওয়ার হোসেন বলেন, এক মাসের মধ্যে আমাদের দাবি মানা না হলে আগামী ১৪ সেপ্টেম্বর অর্ধদিবস এবং ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মবিরতি পালান করা হবে। তাতেও না হলে ১২ অক্টোবর থেকে প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে। সদস্যসচিব বলেন, মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া ৫০% থেকে ৭৫% করে ডিউ লেটার অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় আমাদের দাবির সঙ্গে একমত পোষণ করেছেন। তারা বলেছেন, সব দাবি একবারে পূর্ণ করা সম্ভব নয়। আমরা এই দাবিগুলো পূরণে কী পরিমাণ অর্থ লাগবে তা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করব। প্রস্তাব রেখেছি, আমাদের বাড়ি ভাড়া পার্সেন্টেজ হিসেবে বাড়াতে হবে।

তিনি বলেন, মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে ২০% বাড়ি ভাড়া বৃদ্ধি করে অর্থ মন্ত্রণালযয়ে পাঠানো হবে। চিকিৎসা ভাতা ৫০০ থেকে ১০০০ করা হবে। আমরা এই বিষয় নিয়ে আর বেশি কিছু বলিনি। আমরা বাড়ি ভাড়ার ওপর গুরুত্ব দিয়েছি। যদি আমাদের দাবিগুলো মেনে অর্থ মন্ত্রণালযয়ে ডিউ লেটার পাঠানো না হয় তাহলে আমরা নতুন কর্মসূচিতে যাব।

চার লাখ টন বর্জ্য অপসারণে কাজ করছে দক্ষিণ সিটি কর্পোরেশন

চার লাখ টন বর্জ্য অপসারণে কাজ করছে দক্ষিণ সিটি কর্পোরেশন

ডেস্ক রিপোর্ট:

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেছেন জলাবদ্ধতা নিরসনে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের আওতায় মোট ৭৭০ কিলোমিটার নর্দমা খাল বক্স কালভার্ট থেকে ৪ লাখ ৪৫ হাজার ৪০০ টন বর্জ্য অপসারণের কার্যক্রম চলমান রয়েছে। বুধবার (৬ আগস্ট) ডিএসসিসির নগর ভবনের মিলনায়তনে বাজেট ঘোষণা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রশাসক বলেন নগরীর জলাবদ্ধতা রোধ দখলমুক্ত ও সুগম জলপ্রবাহ নিশ্চিত করা, বর্জ্য ব্যবস্থাপনার উন্নতিসহ পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন কালুনগর ও মান্ডা খাল দখল ও দূষণমুক্ত করে খালকেন্দ্রিক ব্লু নেটওয়ার্ক নির্মাণের কাজ চলমান রয়েছে। জলাবদ্ধতা নিরসনে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের আওতায় মোট ৭৭০ কিলোমিটার নর্দমা, খাল, বক্স কালভার্ট থেকে ৪ লাখ ৪৫ হাজার ৪০০ টন বর্জ্য অপসারণের কার্যক্রম চলমান রয়েছে।

তিনি বলেন সুপরিকল্পিত পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে সড়কগুলো সার্বক্ষণিক ব্যবহার উপযোগীকরণ, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণ ও সবুজায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরিবেশ-প্রতিবেশের দূষণ হ্রাস এবং নাগরিক জীবন মানের উন্নতিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উন্নয়ন দর্শন হিসেবে গ্রহণ করা হয়েছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম