বরিশাল সংবাদদাতা:
বরিশালে চলমান স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে ছাত্র-জনতার আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।বুধবার (১৩ আগস্ট) দুপুর দেড়টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মহাপরিচালক এ কথা বলেন। আন্দোলনকারীদের উদ্দেশে তিনি সতর্ক করে বলেন, আমরা কি বিনা কারণে সরকারের সঙ্গে বিরোধ চাই, না বিশৃঙ্খলা সৃষ্টি করে অন্য ফায়দা নিতে চাই? এ সুযোগ আমরা দিতে চাই না। আন্দোলনকারীদের চাওয়া-পাওয়ার সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকাণ্ডের কোনো বিরোধ নেই।
এসময় উপস্থিত ইন্টার্ন চিকিৎসকরা নিরাপত্তাসহ সাত দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। এর আগে মহাপরিচালক হাসপাতালে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের দাবির প্রতি সমর্থন জানান এবং হাসপাতালের বিভিন্ন অনিয়মের বিষয়ে অবগত হন। এদিকে বিকেল তিনটার দিকে মহাপরিচালক অনশন ভাঙাতে শিক্ষার্থীদের পানি ও জুস পান করানোর চেষ্টা করেন। তবে আন্দোলনকারীরা জানিয়ে দেন, স্বাস্থ্য উপদেষ্টা বরিশালে না আসা পর্যন্ত তারা অনশন ভাঙবেন না। একইসঙ্গে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এদিকে আন্দোলন চলাকালে বিকেল চারটার আগমুহূর্তে নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে অন্তত ১০ জন আহত হন, যাদের মধ্যে ৭ জন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। হামলাকারীদের তদন্ত ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তার দাবি জানিয়েছেন আন্দোলনের সমন্বয়ক মহিউদ্দিন রনি। তিনি জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ১১টা থেকে শান্তিপূর্ণভাবে ব্লকেড চলছিল। কিন্তু হঠাৎ একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাদের ওপর হামলা চালায়। রনি আরও বলেন, ব্লকেডের পাশাপাশি এখন গণঅনশনও চালানো হবে এবং স্বাস্থ্যখাত সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ১৬ দিন ধরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালে অব্যবস্থাপনা দূরীকরণ ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নের দাবিতে তিন দফা আন্দোলন চালাচ্ছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। প্রথমে আন্দোলন ক্যাম্পাস ও নগরকেন্দ্রিক থাকলেও পরবর্তীতে বরিশাল-ঢাকা মহাসড়কের নথুল্লাবাদ এলাকায় অবরোধ কর্মসূচিতে রূপ নেয়, যা যাত্রী ও ব্যবসায়ীদের দুর্ভোগ সৃষ্টি করেছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.