ডেস্ক রিপোর্ট:
আন্দোলনরত ছাত্র জনতার ওপর সরাসরি গুলি চালানোর নির্দেশ দেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও তৎকালীন যুগ্ম পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থায় ১৩ জন পুলিশ কর্মকর্তার জবানবন্দিতে উঠে এসেছে এমন তথ্য। জুলাই গণঅদ্ভুথানে সংঘঠিত মানতবা বিরোধী অপরাধের মামলায়,চানখারপুলে শহীদ আনাসসহ ৬ জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চলছে সাক্ষ্যগ্রহণ। এ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জবানবন্দি দিয়েছেন ৪২ জন। যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ১৩ জন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার ১৩ জন পুলিশ কর্মকর্তার জবানবন্দি উঠে এসেছে মার্চ টু ঢাকা কর্মসূচীর দিন আন্দোলনরত ছাত্র জনতার ওপর সরাসরি গুলি চালানোর নির্দেশ দেন সাবেক ডিএমপি কমিশনারই নন তৎকালীন যুগ্ম পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তীও। জবানবন্দিতে উঠে এসেছে তারা শাহবাগ থানায় এসে ঊর্ধ্বতন পুলিশ অফিসারদের আন্দোলন দমনে গুলি করাসহ অন্যান্য বিষয়ে নির্দেশনা দিয়েছিলেন। শুধু তাই নয় ৫ আগস্ট এ মামলার অন্যতম আসামি রমনা জোনের এডিসি আখতারুল ইসলামের নামে উঠে আসে - মার্চ টু ঢাকা কর্মসূচীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কোনো কারণ ছাড়াই সাউন্ড গ্রেনেড, গ্যাসগান ও শটগান দিয়ে গুলি করার নির্দেশ দেন তিনি। এ নির্দেশ অমান্য করলে অকথ্য ভাষায় গালিসহ হুমকি দেন তিনি।
এছাড়াও ১৭ ও ১৮ জুলাই সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সকল অফিসারদের ছাত্র আন্দোলন দমনে সর্বোচ্চ বল প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন। এমনকি নিলিং পজিশনে গিয়ে চায়না রাইফেল দিয়ে গুলির নির্দেশ দিতেন। জবানবন্দীতে উঠে আসে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান আন্দোলন দমনে সর্বোচ্চ বল প্রয়োগকারীদের বিভিন্ন সময় অর্থ পুরস্কার ঘোষণা দেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.