বনানীর শিশা বারে যুবককে ছুরিকাঘাতে হত্যা

বনানীর শিশা বারে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর বনানীতে একটি শিশা বারে কথা-কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে রাহাত হোসেন রাব্বি (৩১) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর সাড়ে ৪ টার দিকে বনানী থানার ১১ নম্বর রোডের ১০০ নম্বর বাসার ৩৬০ ডিগ্রি শিশা বারের সিঁড়িতে এই ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাহাত হোসেন রাব্বি ওই শিশা বার থেকে নামার সময় মুন্না নামে এক যুবকসহ আরও ছয়-সাতজনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা রাব্বিকে এলোপাতাড়ি মারধর শুরু করে। হামলাকারীরা রাব্বিকে ধারালো চাকু দিয়ে বাম উরুতে তিনটি এবং ডান হাতের কনুইতে একটি গুরুতর জখম করে।

পরে গুরুতর আহতাবস্থায় রাব্বিকে দ্রুত কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাব্বি মহাখালী হাজারী বাড়ির বাসিন্দা ছিলেন।

ঈদগাঁওতে হত্যাসহ একাধিক মামলার আসামী আটক

স্টাফ রিপোর্টার: 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের পূর্ব নাপিতখালী থেকে হত্যাসহ ১৬ টি মামলার এক গ্রেফতার করেছেন র‌্যাব-১৫। শুক্রবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতের নাম বদি আলম প্রকাশ বদি।
সে টেকনাফে ছুরিকাঘাতে চাঞ্চল্যকর আব্দুর রহমান হত্যাকান্ডের মূল পরিকল্পনাকরী। তার বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি,অস্ত্র ও মাদকসহ অন্যান্য অভিযোগে মামলা রয়েছে। আটক বদি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সাত ঘরিয়া পাড়ার নজির আহমদের পুত্র।
র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) জানান, তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় ৩টি হত্যা,৫টি অস্ত্র,৬টি মাদক,১টি ডাকাতি প্রস্তুতি ও ১টি অন্য মামলাসহ ১৬টি মামলার তথ্য পাওয়া গেছে।
র‌্যাব শুক্রবার  এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করে,২০২৪ সালে টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার পূর্ব সাতঘরিয়া পাড়া বটগাছ তলায় ইয়াবা লেনদেনকে কেন্দ্র করে আব্দুর রহমান নামে এক ব্যক্তি সন্ত্রাসীদের মধ্য যোগীয় বর্বর কায়দায় নির্যাতনে নিহত হয়। ঘটনাটি বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হলে কক্সবাজারসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। উক্ত হত্যাকান্ডের পর থেকেই জড়িত আসামিদের গ্রেফতারের লক্ষে র‌্যাব ১৫ ব্যাপক গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করে।
সবা:স:জু-২৪৫/২৪
ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম