নারায়ণগঞ্জ সংবাদদাতা:
নারায়ণগঞ্জের ফতুল্লায় তিনটি অবৈধ পলিথিন কারখানাকে চার লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) দুপুরে ফতুল্লার ভূঁইগড় এলাকায় চারটি অবৈধ কারখানায় র্যাব, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। পরে শহরের পশ্চিম দেওভোগে আরেকটি কারখানায় অভিযান চালায় র্যাব।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম বলেন, কারখানাগুলোতে পরিবেশ অধিদপ্তরসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন ছাড়া অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। ফলে সোহাগ পলিথিন কারখানাকে এক লাখ টাকা, আল মদিনা কারখানাকে দুই লাখ টাকা এবং আব্বাসিয়া পলিমার কারখানাকে এক লাখ টাকাসহ মোট চার লাখ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম। পরে কারখানাগুলোতে তল্লাশি করে প্রায় ১৭ টন নিষিদ্ধ পলিথিন ও প্লাস্টিক দানাসহ পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী।
এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব-১১ অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.