ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে কলেজ ছাত্রী নিখোঁজ

ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে কলেজ ছাত্রী নিখোঁজ

গাজীপুর সংবাদদাতা:

গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যা ও সুতিয়া নদীর মোহনায় অবস্থিত ত্রিমোহনী ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন এক কলেজ ছাত্রী। শনিবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার নান্দুয়া সাঙ্গুন এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ কলেজ ছাত্রীর নাম লামিয়া আফরোজ (১৮)। তিনি নান্দুয়া সাঙ্গুন গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে এবং স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায় সকালে লামিয়া একাই হেঁটে ব্রিজে আসেন এবং ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে প্রায় ১০ মিনিট আশপাশে তাকিয়ে থাকেন। এরপর হঠাৎ করেই তিনি নদীতে ঝাঁপ দেন। তাৎক্ষণিকভাবে পাশেই থাকা কয়েকজন জেলে তাকে উদ্ধারের চেষ্টা করলেও নদীতে প্রবল স্রোতের কারণে তাকে উদ্ধার করতে ব্যর্থ হন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল, যারা দুপুর আড়াইটার দিকে উদ্ধার অভিযান শুরু করে। তবে এখন পর্যন্ত নিখোঁজ ছাত্রীর কোনো সন্ধান পাওয়া যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, দুপুরে শ্রীপুরের বর্মির ত্রিমোহনী এলাকায় সুতিয়া নদীতে ব্রিজের উপর থেকে লামিয়া নামে এক কলেজ ছাত্রী ঝাঁপ দেয়। খবর পেয়ে আমাদের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করেছে। তবে নদীতে প্রচণ্ড স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। নিখোঁজ ছাত্রীর সন্ধানে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে ঘটনা জানাজানি হলে নিখোঁজ ছাত্রীর আত্মীয়-স্বজন ও শত শত স্থানীয় উৎসুক জনতা ভিড় জমান নদীর তীরে। কেন তিনি এমন ঘটনা ঘটালেন, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

অটোরিকশা কিনে না দেওয়ায় যুবকের আত্মহত্যা

অটোরিকশা কিনে না দেওয়ায় যুবকের আত্মহত্যা

জেলা প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়ায় পরিবারের সঙ্গে অভিমান করে রিয়াজ উদ্দীন নামের এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার (৯ আগস্ট) সকালে উপজেলার চুনতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৌলানা পাড়া থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রিয়াজ উদ্দীন মৌলানা পাড়া এলাকার প্রবাসী সাহাব উদ্দীনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, রিয়াজ কিছুদিন আগে একটি অটোরিকশা চালাতেন। তবে সেটি বিক্রি করে পাওয়া টাকা শেষ হয়ে গেলে তিনি রাজমিস্ত্রীর কাজ শুরু করেন। সম্প্রতি তিনি মায়ের কাছে একটি নতুন সিএনজি কেনার জন্য অনুরোধ জানিয়ে আসছিলেন এবং না পেলে আত্মহত্যার হুমকিও দেন। মা তাকে আশ্বস্ত করেছিলেন যে, বাবা বিদেশ থেকে ফিরলেই সিএনজি কিনে দেবেন। কিন্তু রিয়াজ অপেক্ষা না করে শুক্রবার (৮ আগস্ট) গভীর রাতে নিজ ঘরে আত্মহত্যা করেন।

শনিবার ভোরে মা ও বোন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে চুনতি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জিয়াউল হুদাসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান ৭ বছরেই শত কোটি টাকার মালিক শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ নতুন ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন বাংলাদেশকে রাজস্ব ও আর্থিক খাত সংস্কার অব্যাহত রাখতে হবে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬১৯ ৩০ কোটি বছর আগে মহাকাশ থেকে ছুটে এসেছিল একটি বিশাল পাথর কুমিল্লায় হত্যার পর নারীর লাশ বেডশিট দিয়ে মুড়িয়ে খাটের নিচে রেখে গেল দুর্বৃত্তরা দীর্ঘদিন পর গাজায় একসঙ্গে জুমার নামাজ আদায় করলেন হাজারো ফিলিস্তিনি