
পাবনা সংবাদদাতা:
পাবনার বেড়ায় সেপটি ট্যাংকির শাটার খুলতে গিয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সাড়ে ১১টার দিকে বেড়া পৌর মহল্লার দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন বেড়া পৌর সদরের হাতিগাড়া এলাকার আবুল কালামের ছেলে সজিব (৩৩) ও একই এলাকার আব্দুল গফুরের ছেলে মস্তাকিন (২১)।
স্থানীয়রা ও পুলিশ জানায়, বেড়া দক্ষিণপাড়া এলাকার তাহেজ উদ্দিনের বাড়িতে কিছুদিন আগে সেপটি ট্যাংকি নির্মাণ করা হয়েছিল। সেই সেপটি ট্যাংকির নির্মাণসামগ্রী অপসারণ করতে নেমে ৪ জন শ্রমিক শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় আরও ২ নির্মাণ শ্রমিক আহত হয়েছে। তাদের উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় রবিউল ইসলামের একজনকে উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) অলিউর রহমান ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সেপটি ট্যাংকির শাটার খুলতে গিয়ে ২ জন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বেড়া মডেল থানায় একটি ইউডি মামলা দায়ের হচ্ছে।