জাতীয়তাবাদী লেখক ফোরামের সভায় আদর্শিক ঐক্য বৃদ্ধিসহ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত

নিজস্ব প্রতিবেদক:

জাতীয়তাবাদী লেখক ফোরামের সভায় আদর্শিক ঐক্য বৃদ্ধিসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, সংগঠনটিকে নিজস্ব স্বকীয়তা অর্থাৎ জাতীয়তাবাদী চেতনায় এগিয়ে নেয়া, দেশব্যাপী সাংগঠনিক শক্তি বৃদ্ধি , পাক্ষিক সাহিত্য সভা ও শরতকালীণ কবিতা উৎসব আয়োজন, মাসিক সাহিত্য সাময়িকী এবং অনলাইন সাহিত্য পত্রিকা প্রকাশ।
ফোরামের সভাপতি কবি শাহীন রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী কবি ও সম্পাদক রাজ মাসুদ ফরহাদ। সাধারণ সম্পাদক কবি ও শিক্ষাবিদ ড. শহীদ আজাদের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এ আয়োজনে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কবি সৈয়দ রনোর পরিচালনায় মোট ৩৮ জন কবি ও লেখক বক্তব্য রাখেন। যারা বক্তব্য রাখেন তাদের মধ্যে উল্লেখযোগ্য, সংগঠনের সহসভাপতি বিশিষ্ট লেখক জামাল উদ্দিন জামাল, সহসভাপতি বিশিষ্ট ছড়াকার আতিক হেলাল, বিশিষ্ট সাংবাদিক ও লেখক জামাল উদ্দিন বারী, যুগ্ম সাধারণ সম্পাদক ড. আলো আরজুমান্দ বানু, সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন, আন্তর্জাতিক সম্পাদক কবি শান্তা মারিয়া, দপ্তর সম্পাদক সৈয়দ জাহিদ হোসেন, প্রকাশনা সম্পাদক মঈন মুরসালিন, সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য শাওন আজগর, জেসমিন দীপা, আবুল খায়ের, হাসান কামরুল, মোহাম্মদ কুতুবউদ্দিন, শাহিন রিজভী, রি হোসাইন , দিপাশ আনোয়ার, শাওন আশরাফ, জালাল খান ইউসুফী, রবিউল মাশরাফি , আলম বাঙ্গালী, এটিএম ফারুক আহমেদ, এম এম শাহানুর, জোসেফ জাহাঙ্গীর, আলমগীর সরকার লিটন, নুরুল হোসেন কাইয়ুম, খালেদা সরদার, নিয়াজ আহম্মেদ, সরকার হুমায়ুন, আতিকুজ্জামান খান, পায়সার আলী, সালাহউদ্দিন তুহিন, পরিমল বন্ধু বসাক, জাবেদ পাটোয়ারী, মতিউর রহমান, শোভা চৌধুরী, আবিদ আনোয়ার খান, ইসলাম উদ্দিন, মোহাম্মদ আজিম প্রমুখ।
সভাপতির বক্তব্যে কবি শাহীন রেজা বলেন, লেখক ফোরামের যাত্রা একটি আদর্শের যাত্রা। এ যাত্রায় যারা সাথী হবেন তারা নিশ্চিত ভাবে একটি পরিবারে পরিণত হবেন। যে পরিবারের বন্ধন আমৃত্যু অটুট থাকবে।
সাধারণ সম্পাদক কবি ড. শহিদ আজাদ বলেন, জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে চক্রান্ত চলছে। এই চক্রান্ত যে কোনো মূল্যে রুখে দিতে হবে।
বিশেষ অতিথি কবি রাজ মাসুদ ফরহাদ লেখক ফোরামের সাথে যুক্ত থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেন, লন্ডনে সংগঠনের দায়িত্ব তিনি নিজ কাঁধে তুলে নেবেন। তিনি বলেন, আগামী একমাসের মধ্যে জাতীয়তাবাদী লেখক ফোরামের ইউকে শাখা গঠিত হবে।
অনুষ্ঠানে প্রবাসী কবি রাজ মাসুদ জাতীয়তাবাদী লেখক ফোরামের সদস্য ফরম ক্রয়ের মাধ্যমে সদস্য ফরম বিক্রয়ের কর্মসূচি উদ্বোধন করেন।

কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪ পেলেন ৬ কৃতিমান লেখক

নিজস্ব প্রতিনিধি :
২ মে ২০২৫, শুক্রবার, সকাল ৯.৩০ থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তন, সেগুনবাগিচায়
ছোটদের পত্রিকা কানামাছি’র ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪ প্রদান করা হয়েছে। লেখকদের এ মিলনমেলায় সেমিনার, সাহিত্য পুরস্কার ও ছড়া-কবিতা পাঠের আয়োজন করা হয়। সারাদেশ থেকে খ্যাতিমান ও প্রতিশ্রুতিশীল লেখকগণ এই লেখক সম্মিলনে অংশগ্রহণ করেন।

বিজ্ঞ বিচারকমণ্ডলীর বিবেচনায় কানামাছি আজীবন সম্মাননা পেয়েছেন খ্যাতিমান শিশুসাহিত্যিক আহমেদ জসিম এবং বিভিন্ন শাখায় পুরস্কার পেয়েছেন- মানিক চক্রবর্তী ও সিরাজ উদ্দিন শিরুল (ছড়া-কবিতায়), আলমগীর খোরশেদ ও জাকির হোসেন কামাল (গল্পে) এবং পলি রহমান (ফিচার/গদ্যে)।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে বিভিন্ন র্পবে উপস্থিত ছিলেন- জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, কথাসাহিত্যিক রফিকুর রশীদ, কবি রেজাউদ্দিন স্টালিন, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. আসমা বেগম, লেখক ও গবেষক ড. ইয়াহ্ইয়া মান্নান, বাংলা ভিশনের প্রধান সম্পাদক ড. আবদুল হাই সিদ্দিক, শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, শিশুসাহিত্যিক রহীম শাহ, অনন্যার প্রকাশক মনিরুল হক, শিশুসাহিত্যিক আহমেদ জসিম, কথাসাহিত্যিক মাহফুজুর রহমান, লেখক ও সাংবাদিক সেলিম আউয়াল, কবি ও কথাসাহিত্যিক মাহবুবা চৌধুরী, কবি ও গবেষক ড. শাহনাজ পারভীন, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরন্সে লি.-এর সিইও মো. শাহ জামাল হাওলাদার, প্রতিভা প্রকাশ-এর প্রকাশক মঈন মুরসালিন।

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম