আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের উত্তরপ্রদেশের বুলন্দশহরের ঘাটাল গ্রামে সোমবার ভোররাতে একটি সড়ক দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় একটি ট্রাক্টরে প্রায় ৬০-৬১ জন ভক্ত ছিলেন। তারা কাসগঞ্জ থেকে রাজস্থানের গোগামেড়ি মেলায় যাচ্ছিলেন। হঠাৎ পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী কন্টেইনার ট্রাক ট্রাক্টরটিকে ধাক্কা দিলে এটি উল্টে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৮ জন প্রাণ হারান, যাদের মধ্যে একজন শিশু ও দুই নারী রয়েছেন। আহতদের মধ্যে অন্তত ৪৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক, বাকি আহতদের অবস্থা স্থিতিশীল।
বুলন্দশহরের এসএসপি দীনেশ কুমার সিং জানিয়েছেন, আলিগড় সীমান্তে এই মর্মান্তিক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। কন্টেইনার ট্রাকের চালককে ইতোমধ্যেই আটক করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.