ডেস্ক রিপোর্ট:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, মৌলিক সংস্কার বাস্তবায়নে যারাই বাধা হয়ে দাঁড়াবে তাদের কাউকেই ক্ষমা করা হবে না। রোববার (২৪ আগস্ট) রাতের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি জানান, উপদেষ্টা হোক বা রাজনীতিবিদ, কাউকেই ছাড় দেওয়া হবে না। শেখ হাসিনা জান নিয়ে পালাতে পারলেও আপনারা পারবেন না।
সারজিস আলম আরও উল্লেখ করেন, জুলাই সনদ বাস্তবায়নে বাধা সৃষ্টি যারা করবেন, তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচন করা হবে। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তার পর অন্য আলাপের শুরু হতে পারে। তার আগে নয়।
সারজিস সতর্ক করে বলেন, সাধু সাবধান। কে কী করছেন বা করতে চাচ্ছেন, কোনো কিছুই গোপন থাকবে না। জনগণ এত ভালো না।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.