চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার স্টেশন রোড এলাকায় বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মোটেল সৈকত বার অ্যান্ড রেস্টুরেন্টে আগুনে পুড়েছে। সোমবার (২৫ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। সঙ্গে সঙ্গে সংস্থাটির ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোটেল সৈকতের সামনে বারে আগুন লাগার ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়। আগুন নিয়ন্ত্রণে এসেছে। ক্ষয়ক্ষতি তদন্তসাপেক্ষে জানা যাবে।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতন হয়। ওইদিন মদের বারটি লুটপাট করেছিল দুর্বৃত্তরা। বেশ কিছুদিন বন্ধ থাকার পর বারটি সংস্কার করে পুনরায় চালু করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.