মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে পরিত্যক্ত কোয়ার্টার ভবন এখন মাদকসেবীদের নিরাপদ আড্ডাখানায় পরিণত হয়েছে। রাত নামলেই নাকি নির্বিঘ্নে শুরু হয় ভবনটিতে মাদক সেবন, জুয়া ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ। ৩ তলা বিশিষ্ট ভবনটিতে ১ সময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ থাকলেও বর্তমানে ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। সেই সুযোগেই দখল চলে গেছে মাদকসেবী ও অসামাজিক কার্যকলাপের হোতাদের হাতে।
সরেজমিনে পরিত্যক্ত ভবনটিতে দেখা যায়, প্রত্যকটি কক্ষে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল, সিগারেটের খালি প্যাকেট, ইয়াবার প্যাকেটসহ নানা মাদকদ্রব্যের আলামত। মেয়েদের পোশাক, যৌনকর্মে ব্যবহৃত সামগ্রীও সেখানে দেখা গেছে। যা স্পষ্ট করে যে এখানে দীর্ঘদিন ধরে অসামাজিক কর্মকাণ্ড চলছে তার স্বাক্ষ্য হিসেবে।
জানা গেছে যে, রাত হলেই সেখানে দলবেঁধে আসছে মাদকসেবীরা। চলছে ওই সব কর্মকানড অবাধে। কখনও হাসপাতালের পেছন দিয়ে। আবার কখনোবা হাসপাতালের মূল গেট দিয়েই ভবনে প্রবেশ করেছে তারা। অথচ হাসপাতাল কর্তৃপক্ষ এ সব বিষয়ে বিষয়ে নিচ্ছে না কার্যকর কোনো ব্যবস্থা। এমন অভিযোগ ও উঠেছে।
ভয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিগণ বলেন, অনেক দিন থেকেই এসব অসামাজিক কার্যকলাপ চলে আসছে ভবনটিতে। এই পরিত্যক্ত কোয়ার্টারটাই এখন অসামাজিক কার্যকলাপ ও মাদকসেবীদের নিরাপদ ঠিকানায় পরিনত হয়ে গেছে।
স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য রুহুল সিদ্দিকী রুমান বলেন, হাসপাতালের পেছনে এই ভবনে নিয়মিত মাদক সেবনের আলামত মিলছে। প্রচুর মেয়েদের পোশাক ও সরঞ্জাম পড়ে আছে। অথচ হাসপাতাল কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কিছুই জানায়নি বলে মনে হয়।
‘মানব কল্যাণ সংস্থা (ইনসাফ)’এর চেয়ারম্যান হাবিবুল্লাহ পাহাড়ী বলেন, এখানে যা চলছে তা কোনোভাবেই মেনে নেয়া যায় না। আমাদের ধারণা, হাসপাতাল কর্তৃপক্ষের অজান্তে এ সব কাজ সম্ভব নয়। অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচ এ) ডা. তৌফিক আহমেদের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীরা অংশ নেন। সভায় সবাই মাদক ও অসামাজিক কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
স্বেচ্ছাসেবী সংগঠন ও গণমাধ্যমকর্মীরা জানিয়েছেন, আগামী ২৬ আগস্ট হাসপাতালের এসব অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে গণসুনানি আয়োজন করা হবে। তারা হাসপাতাল কর্তৃপক্ষকে আলটিমেটামও দিয়েছে। প্রয়োজনে আন্দোলনে যাওয়ার কথাও জানানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহমেদ প্রতিনিধি কে বলেন, বিষয়টি আমরা সর্বশেষ আইনশৃঙ্খলা কমিটির সভায় তুলেছি। পুলিশকে ওই জায়গায় নিয়মিত টহলের জন্য অনুরোধ করা হয়েছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ইতোপূর্বে ও ওই স্থান থেকে অসামাজিক কার্যকলাপের দায়ে ২ জনকে আটক করে আদালতে পাঠিয়েছি। মাদক বিরোধী অভিযান নিয়মিতই চলছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.