ডেস্ক রিপোর্ট:
রাজধানীর বংশাল থানা এলাকা হতে ৫০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির বংশাল থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম হলো- ১। মো. ইউনুস আহাম্মেদ (৬৮)। সোমবার (২৫ আগস্ট ২০২৫) বিকেল আনুমানিক ০৩:৩০ ঘটিকায় বংশাল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে বংশাল থানার বংশাল পুলিশ ফাঁড়ির একটি টিম ।
বংশাল থানা সূত্রে জানা যায়, সোমবার বংশাল পুলিশ ফাঁড়ির একটি টিম এলাকায় ছিনতাই প্রতিরোধ, মাদকদ্রব্য উদ্ধারসহ বিশেষ অভিযান ডিউটি চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী নয়াবাজার ও আরমানিটোলা এলাকায় মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। আরমানিটোলা বটতলার পাশে ৯/১ এসি রায় রোড হোল্ডিংয়ের সামনে পাকা রাস্তার উপর পৌঁছামাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। পুলিশ সঙ্গীয় ফোর্সের সহায়তায় মো. ইউনুস আহাম্মেদকে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ইউনুসকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছেন। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.