মোঃ শাহ আলম,স্টাফ রিপোর্টার:
রাজধানীতে ছিনতাইকারীর কবলে পড়ে অচেতন করার আশঙ্কা ২৫শে আগস্ট ২০২৫ইং লালবাগ মডেল স্কুল এন্ড কলেজের সামনে এক বৃদ্ধকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। সকাল থেকে রাত পর্যন্ত তিনি সেখানেই পড়ে ছিলেন, তবে তার খোঁজ নিতে কিংবা সহায়তা করতে কেউ এগিয়ে আসেননি।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ভোরে কোনো ছিনতাইকারীর কবলে পড়ে ওই বৃদ্ধকে অচেতন করা হয়ে থাকতে পারে। তাদের ধারণা, ঘুমের ওষুধ মিশ্রিত কিছু খাওয়ানোর মাধ্যমে তাকে অজ্ঞান করে ছিনতাইকারীরা সঙ্গে থাকা জিনিসপত্র নিয়ে গেছে।
ঘটনার পর সন্ধ্যা পর্যন্ত স্থানীয় থানা পুলিশ কিংবা সংশ্লিষ্ট কেউ ঘটনাস্থলে উপস্থিত হননি। এলাকাবাসীর দাবি, দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ ও চিকিৎসা সহায়তার ব্যবস্থা করা জরুরি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.