আদালতের বারান্দায় স্বামীকে ছুরিকাঘাত করলো স্ত্রী

আদালতের বারান্দায় স্বামীকে ছুরিকাঘাত করলো স্ত্রী

নোয়াখালী সংবাদদাতা:

নোয়াখালী জেলা জজ আদালতের বারান্দায় স্বামী মহসিন উদ্দিনের গলায় ছুরি চালিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। সোমবার (২৬ আগস্ট) নোয়াখালী জেলা জজ আদালতের বারান্দায় এ ঘটনা ঘটে।

আহত স্বামীর নাম মহসিন উদ্দিন। তিনি বেগমগঞ্জ উপজেলা কুতুবপুর গ্রামের খোনার বাড়ির বাসিন্দা। তার স্ত্রী সুলতানা সিদ্দিকের বাগি ঢাকা জেলার বাসিন্দা। আহত স্বামীকে নোয়াখালী জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়েছে।

আহত মহসিন তার ভাই মতিউল ইসলামের বিরুদ্ধে করা একটি চেক ডিজঅনার মামলার শুনানিতে তিনি আদালতে এসেছিলেন। এসময় বারান্দায় তার স্ত্রী সুলতানা সিদ্দিক তার গলায় ছুরি চালান।

মহসিন উদ্দিন জানান, পারিবারিক কলহের জেরেই তার স্ত্রী এই হামলা চালিয়েছেন। তবে তার স্ত্রী মানসিকভাবে অসুস্থ বলেও জানান তিনি। জানা গেছে, ২০১৩ সালে মহসিন উদ্দিন ও সুলতানা সিদ্দিকের বিয়ে হয়। তাদের ৫ বছরের একটি সন্তান রয়েছে।

সুধারাম মডেল থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম জানান, ঘটনার ভুক্তভোগীর স্ত্রী সুলতানা সিদ্দিককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় কেউ এখনও কোনো অভিযোগ করেনি।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম