
মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। সীমান্তবর্তী এলাকায় এই অভিযান পরিচালিত হয়। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহল দল অভিযান চালায়। এই সময় অভিনব কৌশলে ভারতীয় শাড়ি ও কসমেটিকস পাচারের চেষ্টা করা হলে ৪৫০ পিস ভারতীয় শাড়ি এবং ৫০০ পিস পন্ডস ফেসওয়াশ জব্দ করা হয়। আটককৃত মালামালের সিজার মূল্য ২৪লাখ টাকা।
অভিযানের সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি বুঝতে পেরে সটকে পড়ে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’এর অধিনায়ক লে. কর্নেল মেহেদি হাসান প্রতিনিধি কে জানান, “শেরপুর সীমান্তএলাকায় যে কোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদাই সতর্ক রয়েছে।দিবারাত ২৪ ঘণ্টাই দায়িত্ব পালন করা হচ্ছে। মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর অভিযান অব্যাহত থাকবে।”