বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। সীমান্তবর্তী এলাকায় এই অভিযান পরিচালিত হয়। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহল দল অভিযান চালায়। এই সময় অভিনব কৌশলে ভারতীয় শাড়ি ও কসমেটিকস পাচারের চেষ্টা করা হলে ৪৫০ পিস ভারতীয় শাড়ি এবং ৫০০ পিস পন্ডস ফেসওয়াশ জব্দ করা হয়। আটককৃত মালামালের সিজার মূল্য ২৪লাখ টাকা।

অভিযানের সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি বুঝতে পেরে সটকে পড়ে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’এর অধিনায়ক লে. কর্নেল মেহেদি হাসান প্রতিনিধি কে জানান, “শেরপুর সীমান্তএলাকায় যে কোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদাই সতর্ক রয়েছে।দিবারাত ২৪ ঘণ্টাই দায়িত্ব পালন করা হচ্ছে। মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর অভিযান অব্যাহত থাকবে।”

গাজীপুরে ২১৬ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ০৪

 

নাঈম গাজীপুর জেলা প্রতিনিধি।

রংপুর হতে ০৩ টি মোটরসাইকেলে ফেন্সিডিল এর একটি বড় চালান নিয়ে গাজীপুর এর দিকে আসবে ।এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১ এর আভিযানিক একটি দল আজ আনুমানিক রাত ০৩:৩০ টার সময় জিএমপি, গাজীপুর কোনাবাড়ী থানাধীন কোনাবাড়ী বাসস্ট্যান্ড একতা সুপার মার্কেট মামা ভাগিনা হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।
মাদক ব্যবসায়ী ১) মোঃ বুলু মিয়া (৩২), ২) মোঃ শরিফুল ইসলাম (৩৪),৩) মোঃ শাহাবুল ইসলাম কবীর (২৪) এবং ৪) মোঃ বকুল মিয়া (২৮)দের ’কে গ্রেফতার করেছে র‍্যাব-

এসময় আসামীদের কাছ থেকে ২১৬ বোতল ফেন্সিডিল, মাদক বহনের কাজে ব্যবহৃত ০৩ টি মোটর সাইকেল, ০৬ টি মোবাইল ফোন ও নগদ ৭,৭৫০/- টাকা জব্দ করা হয়।

আসামীদের কে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল পরিবহন করে গাজীপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ক্রয় বিক্রয় করে আসছে বলে স্বীকার করে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম