ডেস্ক রিপোর্ট:
রাজধানীর শেরেবাংলানগর থানার অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও রাষ্ট্রদ্রোহের অভিযোগের মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের জামিন আবেদন নামঞ্জুর করেছেন মহানগর দায়রা জজ আদালত। বুধবার (৩ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ নার্গিস ইসলামের আদালত এ আদেশ দেন।
এদিন হাবিবুল আউয়ালের পক্ষের আইনজীবী তাপস চন্দ্র দাস জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেন তার আইনজীবী।
এর আগে, গত ২৫ জুন রাজধানীর মগবাজার থেকে হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর পর থেকে তিনি কারাগারে রয়েছেন।
উল্লেখ্য, ২০২২ সালে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব নেন কাজী হাবিবুল আউয়াল। তার নেতৃত্বাধীন কমিশনের অধীনে সিটি করপোরেশন, ইউনিয়ন পরিষদ এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। দায়িত্বকালে নানা বিতর্ক ও সমালোচনার মুখে থাকা এই কমিশন জনরোষে আওয়ামী লীগ সরকারের পতনের এক মাস পর, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর একযোগে পদত্যাগ করে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.