মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

লালমনিরহাট সংবাদদাতা:

লালমনিরহাটে রজনী কান্ত অধিকারী (৩৫) নামে এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড ও একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং দণ্ডিত অর্থ অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হায়দার আলী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। দণ্ড পাওয়া মাদক কারবারি রজনী কান্ত অধিকারী লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার ভেলাগুড়ী ইউনিয়নের উত্তর জাওরানী এলাকার মৃত অতুল অধিকারীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৯ আগস্ট বিকেলে রংপুর র‌্যাব-১৩ এর একটি দল জেসিও-৯১৭৬ ডিএডি মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার পূর্ব কদমা গ্রামে অভিযান চালায়। এ সময় রজনী কান্ত অধিকারীর কাছ থেকে একটি বস্তাভর্তি ৯৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট ৯.৩০ লিটার ফেন্সিডিলের আনুমানিক বাজারমূল্য ছিল ৯৩ হাজার টাকা। এ ছাড়া তার কাছ থেকে একটি ব্যবহৃত কালো রঙের ‘আইটেল’ মোবাইল ফোন জব্দ করে র‌্যাব।

ঘটনার পর হাতীবান্ধা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(গ) ধারায় মামলা দায়ের করা হয়। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে। পরে আদালত দীর্ঘ শুনানি শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের এ রায় দেন। লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট কে.এম হুমায়ুন রেজা স্বপন বলেন, ২০১৮ সালের মাদক নিয়ন্ত্রণ আইনের অধীনে এই মামলা চলমান ছিল। আদালত আজ দীর্ঘ শুনানি শেষে রজনী কান্ত অধিকারীকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করেছেন। আমরা রায়ে সন্তোষ প্রকাশ করছি।

আজ পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস

মেহেদী হাসান তুষার :
মে দিবস বা শ্রমিক দিবসের সংক্ষিপ্ত ইতিহাস আজ আমি আমার লিখনি তে তুলে ধরার চেষ্টা করছি :
আমরা তো সাধারনত এই দিনটিকে শুধু মাত্র শ্রমিক দিবস বা মে দিবস বলেই চুপ হয়ে যাই অথচ এই দিনটি আজ প্রতিষ্ঠিত হয় বেশ কিছু মানুষের বুকের তাজা রক্তের বিনিময়ে।
আন্তর্জাতিক এই শ্রমিক দিবস টি মে দিবস হিসেবেও পরিচিত। মে মাসের প্রথম দিনটিতে বহু দেশে এ দিবসটি পালিত হয়। বেশ কিছু দেশে এই মে দিবস টিকে লেবার ডে হিসেবেও পালন করা হয়।
১৯৮৬ সালের ১ লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কটে ৮ ঘন্টা শ্রমদিনের দাবিতে আনন্দোলন রত শ্রমিকদের উপর নির্মমভাবে গুলি চালানো হলে মোট ১১ জন শহীদ হন।
পূর্বে শ্রমিকদের অমানবিক পরিশ্রম করতে হত, প্রতিদিন গড়ে প্রায় ৮ ধেকে ১০ ঘন্টা এবং সপ্তাহে মোট ৬ দিন কাজ করতে হত, বিপরীতে মজুরি মিলত খুবই নগন্য এবং এক সময় তা দাসবৃত্তিতে পরিণত হয়। ১৯৮৪ সালের যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একদল শ্রমিক ৮ঘন্টা কাজ করার জন্য আন্দোলন শুরু করে। এবং তাদের এ দাবি কার্যকর করার জন্য তারা সময় বেঁধে দেয় ১৯৮৬ সালের ১লা মে । কিন্তু কারখানা মালিকগন এ দাবী মেনে নিল না। ৪ ঠা মে ১৯৮৬ সালে সন্ধ্যাবেলা হালকা বৃষ্টির মধ্যে শিকাগোর হে মার্কেট নামক এক বাণিজ্যিক এলাকায় শ্রমিকগণ মিছিলের উদ্দেশ্যে জড় হন। তখন আগস্ট স্পিজ নামক এক নেতা সমবেত শ্রমিকদের উদ্দেশ্যে কিছু কথা বলেছিলেন। হঠাৎ দূরে দাঁড়ানো পুলিশ দলের কাছে একটি বোমার বিস্ফোরণ ঘটে,এতে করে এক পুলিশ নিহত হয়। পুলিশ বাহিনী তৎক্ষণাৎ শ্রমিকদের ওপর এক অতর্কিত হামলা চালায়। এবং উক্ত হামলায় মোট ১১ জন শ্রমিক শহীদ হন। পুলিশ হত্যা মামলায় আগস্ট স্পিজ সহ মোট ৮ জনকে অভিযুক্ত করা হয় । এক প্রহসন মূলক বিচারের পর ১৯৮৭ সালের ১১ নভেম্বর একটি উন্মুক্ত স্থানে ৬ জনের ফাঁসি কার্যকর করা হয়। লুইস লিং নামে একজন একদিন পূর্বেই কারা অভ্যন্তরে আত্মহত্যা করেন এবং অন্য একজনের ১৫ বছরের কারাদণ্ড হয়। ফাঁসির মঞ্চে আরোহণের পূর্বে আগস্ট স্পিজ বলেছিলেন – ‘আজ আমাদের এই নিস্তব্ধতা, তোমাদের আওয়াজ অপেক্ষা অধিক শক্তিশালী হবে’। ২৬ শে জুন ১৮৯৩ ইলিনয়ের গভর্নর অভিযুক্ত আটজনকেই নিরপরাধ বলে ঘোষণা দেন। এবং রায়টের হুকুম প্রদানকারী পুলিশের কমান্ডার কে দুর্নীতির দায়ে অভিযুক্ত করা হয়। আর অজ্ঞাত সেই বোমা বিস্ফোরণ কারীর পরিচয় কখনোই পাওয়া যায়নি ।
শেষ পর্যন্ত শ্রমিকদের ‘দৈনিক ৮ ঘন্টা কাজ করার দাবী’ অফিসিয়ালি স্বীকৃতি পায়। আর পহেলা মে বা মে দিবস প্রতিষ্ঠা পায় শ্রমিকদের দাবি আদায়ের দিন হিসেবে, যা পৃথিবীব্যাপী আজো পালিত হয়ে আসছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
ইসরায়েলের জাতীয় নিরাপত্তা প্রধানকে কেন বরখাস্ত করলেন নেতানিয়াহু কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে ওসাকা এক্সপো–২০২৫: কৃত্রিম দ্বীপে এ যেন এক টুকরা ফিলিস্তিন জেনেভা ক্যাম্পের মাদক সম্রাট বশির মোল্লার হাতে নাশকতার নীলনকশা বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নয়, সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে: আসিফ নজরুল রাজধানীতে পৃথক ঘটনায় দুই যুবকের মরদেহ উদ্ধার শিশুকে বাসায় নিয়ে ধর্ষণ, ট্রাফিক কনস্টেবল কারাগারে আবহাওয়া অফিস বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো মায়ের বিয়ের বেনারসি শাড়িতে জয়া আহসান পিআর পদ্ধতি ছাড়া জামায়াত ৪-৫টা আসনও পাবে না: আবু হেনা রাজ্জাকী