তারিখ লোড হচ্ছে...

বাউফলে বীর মুক্তিযোদ্ধার নামে সড়ক উদ্বোধন

 

মাহামুদ হাসান বাউফল প্রতিনিধি।
বাউফলে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহাবুদ্দিন মৃধার নামে সড়ক উদ্বোধন করা হয়েছে।
১৩-১২-২০২২ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় বাউফল উপজেলায় মদনপুরা ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডে বটতলা হইতে বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহাবুদ্দিন মৃধার বাড়ি ভায়া মদনপুরা ইউনিয়ন পরিষদ
পর্যন্ত এ সড়কের নামকরণের ফলক উন্মোচন করেন পটুয়াখালী ২ বাউফল আসনের সাংসদ, সাবেক চীফহুইপ আ স ম ফিরোজ ।

ফলক উম্মোচন শেষে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহাবুদ্দিন মৃধা এবং ওই মহল্লার অধিবাসী প্রয়াত মোঃ সামসুল আলোম ও অন্য প্রয়াত গণ্যমান্য ব্যক্তিদের নামে দোয়া করা হয়।
সড়ক উদ্বোধন অনুষ্ঠানে বাউফল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিচুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম ফারুক,জেলা পরিষদ সদস্য শাহজাহান সিরাজ
ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহাবুদ্দিন সোনালী ব্যাংকের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন তিনি জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

কাউখালীতে পরীক্ষায় অংশ না দিয়েও ট্যালেন্টপুলে বৃত্তি

মোঃ সোহেল মোল্লা স্বরুপকাঠি প্রতিনিধিঃ

পিরোজপুর জেলার কাউখালী উপজেলায় ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ না নিয়েও এক শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে বলে জানা যায় ।

ওই শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে পরীক্ষায় অংশ না নেয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কাউখালী উপজেলার ৬নং জব্দকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর এমন ফল প্রকাশ হয়েছে।

এ ব্যাপারে বিদ্যালয়টির প্রধানশিক্ষক দিপংকর সিকদার জানান, বৃত্তি পরীক্ষায় একজন শিক্ষার্থী অংশগ্রহণের কথা থাকলেও অসুস্থ থাকায় ওই শিক্ষার্থী পরীক্ষা দেন নি ,এ ফল সঠিক নয়।

উপজেলা শিক্ষা অফিস সূত্র জানিয়েছে, কাউখালীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর ফলাফলে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ১৪ জন। আর সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে ৩১ জন।

এদিকে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার প্রকাশিত ফলাফল মঙ্গলবার বিকেলের পরে স্থগিত করা হয়।

সফটওয়ারে টেকনিক্যাল ক্রটির কারণে তথ্যগত কিছু ভুল ধরা পড়ায় ফলাফল স্থগিত করা হয়েছে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানানো হয়েছে। আজ ১ মার্চ নতুন করে ফলাফল প্রকাশ করবে।

language Change
সংবাদ শিরোনাম
শেরপুরের নকলায় কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় গ্রেপ্তার-১ মানিকছড়িতে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে ওয়াদুদ ভূইয়া'র পথসভা সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি সিন্ডিকেটে আটকে আছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কোটি টাকার মেশিন কেরানীগঞ্জে ঠিকাদার রফিকের অবৈধ গ্যাস সংযোগে টাকার মেশিনের সন্ধান আগুন সন্ত্রাস আটক করায় গুলশান ট্রাফিক পুরস্কৃত ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের দুটি থানা ও ৯টি ওয়ার্ড কমিটি গঠিত কবিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা বহিষ্কার ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী সাইবার দল পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা