স্টাফ রিপোর্টার॥
আওয়ামী লীগ সরকারের আমলে দাপট দেখিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে দুনীতির মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদের মালিক বনে যাওয়া গনপুর্ত বিভাগের শেরেবাংলা নগর-১ এর নির্বাহী প্রকৌশলী লতিফুর রহমান এখনো রয়েগেছেন বহাল তরিয়াতে। জুলাই - ২৪ এর গণ অভ্যুত্থান ঘটনায় সরাসরি আর্থিক সহযোগীতাসহ ছাত্র আন্দোলন বিরুদ্ধে প্রকাশ্য মিছিল মিটিং এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গণপূর্তের একাধিক প্রকৌশলীসহ ৯৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছিল। সেই মামলায় নির্বাহী প্রকৌশলী লতিফুর রহমান এর সম্পৃক্ততা থাকার তাঁকে পুরস্কার হিসেবে গনপুর্ত বিভাগের শেরেবাংলা নগর -১ এর নির্বাহী প্রকৌশলীর পদটি বাগীয়ে নেন তিনি। সুত্রে আরও যানা যায় বিগত লীগ সরকারের দোসর সাবেক গৃহায়ণ ও গনপুর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এর ছত্র ছায়ায় থেকে ঘুষ দুনীতি স্বর্গরাজ্যে পরিনত করেছিলেন সৈরাচারী পতিত লীগ সরকারের দোসর প্রকৌশলী লতিফুর রহমান। পতিত সরকারের আমলে গনপুর্ত অধিদপ্তরের কর্মরত দাপুটে অফিসার হিসেবে বেশ সুনাম ছিল ঘুষখোর দুর্নীতিবাজ হিসেবে লতিফুর রহমান এর নাম।
গনপুর্ত শেরেবাংলা নগর -১ এ কর্মরত থেকে ঘুষ দুনীতি চালিয়ে যাচ্ছেন দেদারসে। তার অধিনে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট. শহীদ সরোয়ারদী হাসপাতাল. জাতীয় মানসিক হাসপাতাল. শিশু হাসপাতাল. জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতাল সংসদ ভবন সহ সরকারি একাধিক স্থাপন এর মেরামত - সংস্কার কাজ সম্পন্ন করেছেন নির্বাহী প্রকৌশলী লতিফুর রহমান। কাজের বিপরীত অতিরিক্ত দরে মালামাল কেনাকাটা পছন্দের ঠিকাদার কে কাজপাইয়ে দিতে আহবান কৃত টেন্ডারের গোপন দর প্রদান করা এবং তার অধিনে নির্মান. সংস্কার কাজের বিপরীতে প্রাক্কলন তৈরির সময় অস্বাভাবিক দর নির্ধারণ করা। জোর পুর্বক জুনিয়র অফিসার দেরকে দিয়ে তাৎক্ষণিক তাঁর মনগড়া বানানো প্রাক্কলনে সাক্ষর করতে বাধ্য করেছিলেন সৈরাচারী পতিত লীগ সরকারের দোসর লতিফুর রহমান বলে নাম প্রকাশ না করার সর্তে একাধিক কর্মকর্তা রা আজকের সংবাদ কে জানান। এছাড়াও খুলনায় কর্মরত থাকার সময় সেখানেও ঘুষ দুনীতি চালিয়ে গেছেন দেদারসে। বর্তমানে তিনি নির্বাহী প্রকৌশলী থেকে পদন্নোতি পাওয়ার জন্য মরিয়া হয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্তা ব্যাক্তীদের নিকট ঘুরছেন বলে সুত্রে জানা গেছে। লীগ সরকারের আমলে দাপটি নির্বাহী প্রকৌশলী লতিফুর রহমান এখন বনে গেছেন বিএনপি পন্থা।
তথ্য সুত্রে যানা যায় , গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী কর্যালয়ের প্রতিষ্ঠানটির একাধিক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলী একাধিক হত্যাকাণ্ডে জড়িয়ে আছেন মর্মে হত্য মামলা রেকর্ড হলেও আজও পর্যন্ত তারা রয়েগেছেন সকাল ধরাছোঁয়ার বাইরে। ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের আমলে বিভিন্ন প্রকল্পে অনিয়ম-দুর্নীতি করে শত শত কোটি টাকার মালিক হওয়া প্রকৌশলী লতিফুর রহমান জুলাই-আগস্টে আন্দোলন দমনে কোটি কোটি টাকা জোগান দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তিনি সহ অনেকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ জমা আছে এবং তদন্ত চলছে। এ ছাড়াও আওয়ামী লীগ সরকারের সময় দুর্নীতিতে সামনের সারিতে থাকা এসব কর্মকর্তার বিরুদ্ধে তখন ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, লতিফুর রহমান কে বারবার পুরস্কৃত করা হয়েছে।
মামলার পর থেকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী নির্বাহী প্রকৌশলী লতিফুর রহমান বহাল তবিয়তে অফিস করছেন। নেই তাঁর মাঝে কোন গ্রেপ্তার আতঙ্ক। তার বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা যার নং সি আর ৬৩/২৫ থানার এফ আই আর মামলা নং ০৬ তারিখ ০৩ মার্চ ২০২৫। অন্যদিকে দুর্নীতির দায়েও লতিফুর রহমান কে বিচারের মুখোমুখি করা হতে পারে বলে জানা গেছে বিশ্বস্থ সুত্রে। লীগের দোসর অনেক কর্মকর্তা কর্মচারীদের কে দেশের বিভিন্ন জেলায় বদলী করা হলেও নির্বাহী প্রকৌশলী লতিফুর রহমান এখনো রয়েগেছেন বহাল তরিয়াতে।
প্রধান প্রকৌশলীর শামীম আখতারের একান্ত আস্থাভাজ লতিফুর রহমান বলে জানা গেছে। সকল অপকর্মের মূল হোতা লতিফুর রহমান শামীম আখতারের আস্থাভাজন হওয়ার তার সকল অপকর্ম পার পেয়ে যায়। প্রকৌশলীর লতিফুরের সকল অপকর্ম আড়াল করতে গনপুর্ত অধিদপ্তরের প্রধান কার্যলয়ের বিভিন্ন অতিরিক্ত প্রকৌশলী দের ম্যানেজ করে চলেন। যে কারণে বেপরোয়া হয়ে ঘুষ দুনীতি চালিয়ে যাচ্ছেন হরহামেশাই তিনি।
লীগের দোসর হিসেবে পরিচিত প্রকৌশলীর লতিফুর রহমান সহ অনেকের বিরুদ্ধে রাজধানীর পল্টন, রামপুরা ও সাভার থানায় পৃথক হত্যা মামলা হয়েছে। মামলা হয়েছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতেও। এদের মধ্যে লতিফুর সহ অনেকেই ছিলেন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সক্রিয় সদস্য।
বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সময় লতিফুর রহমান সহ কিছু কর্মকর্তার বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডসহ দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তারা বিগত সরকারের সময় সুযোগ-সুবিধা ভোগ ও দুর্নীতি-অনিয়ম করেছেন, তাদের অবশ্যই বিচার হওয়া উচিত বলে মনে করেন গনপুর্ত অধিদপ্তরের কর্মরত সাধারণ কর্মকর্তা কর্মচারীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রকৌশলী জানান, এখানে যাদের হাতে ক্ষমতা থাকে তাদের ইচ্ছায় সব হয়। ছাত্র-জনতা হত্যার পাশাপাশি অনেকে দুর্নীতির সঙ্গেও জড়িত। তারা এখন পদোন্নোতি নেওয়ার চেষ্টায় রয়েছেন। এর আগে লতিফুর রহমান সহ গণপূর্তের এসব প্রকৌশলী জি-কে শামীমের সঙ্গে সখ্য গড়ে ব্যাপক দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন। এখনো তাঁরাই আবারও বেপরোয়া হয়ে ঘুষ দুনীতি চালিয়ে যাচ্ছেন। গনপুর্ত অধিদপ্তরের সকল কর্মকর্তা দের নিকট সু পরিচিত মিষ্টার ১৫/. নামে মহা ঘুষখোর দুর্নীতিবাজ নির্বাহী প্রকৌশলী লতিফুর রহমান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.