মিটার না দেখেই বিল, হয়রানির শিকার গ্রাহক

মিটার না দেখেই বিল, হয়রানির শিকার গ্রাহক

মির্জাগঞ্জ সংবাদদাতা:

অতিরিক্ত বিলের কারণে হয়রানির শিকার হচ্ছেন বিদ্যুৎ গ্রাহকরা। গ্রাহকদের অভিযোগ মিটার রিডিং না দেখে বিল করায় প্রায় প্রতি মাসেই এ সমস্যা হয়। ইউনিট কমবেশি হলেও গ্রাহকদের গুনতে হয় অতিরিক্ত টাকা। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পল্লী বিদ্যুৎ গ্রাহকদের অনেকেই এ অভিযোগ করেছেন।

ভুতুড়ে বিল আসা মাধবখালী ইউনিয়নের শিশুর বাজারের ওষুধ ব্যবসায়ী সখনাথ রায়ের বিলের কাগজে দেখা যায়, গত ছয় মাসে গড়ে ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেছেন তিনি। কিন্তু আগস্ট মাসে তার বিল কাগজে ১১৫ ইউনিট এবং সেপ্টেম্বর মাসে ১০০ ইউনিট আসে। মিটারের সাথে বিল কাগজ মিলিয়ে বিলে গরমিল পাওয়া যায়। বিল কাগজে তার মোট বিদ্যুৎ ব্যবহার দেখানো হয়েছে ১০০০ ইউনিট। কিন্তু মিটারে দেখা যায় মোট ব্যবহার হয়েছে ৮২৬ ইউনিট। ১৭৪ ইউনিটের বিল বেশি করা হয়েছে। এভাবে উপজেলায় প্রতি মাসে কোনো না কোনো গ্রাহকের ভুতুড়ে বিল আসে।

গ্রাহক সখানাথ রায় বলেন,পরপর দু’মাস দোকানের বিদ্যুৎ বিল বেশি হলে বিষয়টি সন্দেহজনক হয়। এরপর বিলকাগজ ও মিটারের সাথে মিলিয়ে দেখি ১৭৪ ইউনিট বিল বেশি করা হয়েছে। পরে গতকাল সোমবার সুবিদখালী বিদ্যুৎ অফিসে গিয়ে অভিযোগ করলে সংশোধন করে শূন্য ইউনিট বিল ধরে ৫৫ টাকা পরিশোধ করতে বলেন আমাকে। কিন্তু মিটার না দেখে বিল করায় আমি হয়রানির শিকার হয়েছি।

মির্জাগঞ্জ পল্লী বিদ্যুতের সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার পলক সাহা বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ দিলে সংশ্লিষ্ট মিটার রিডারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজিমপুরে বাসায় ডাকাতি শেষে তুলে নিয়ে যাওয়া শিশু উদ্ধার

স্টাফ রিপোর্টার:

রাজধানীর আজিমপুরের বাসায় ডাকাতি শেষে তুলে নিয়ে যাওয়া ছয় মাসের শিশুটিকে উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর আজিমপুরের বাসায় ডাকাতি শেষে তুলে নিয়ে যাওয়া ছয় মাসের শিশুটিকে উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব জানায়, অপহরণের ঘটনায় জড়িত দুর্বৃত্তকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে আজিমপুরের লালবাগ টাওয়ারের পাশের একটি বাসায় ডাকাতির ঘটনা ঘটে। টাকা ও স্বর্ণালঙ্কার লুটের পর ছয় মাসের এক একটি দুধের শিশুকেও নিয়ে যায় ডাকাতচক্র।

জানা গেছে, ওই শিশুটির মা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন। তিনি স্বামী-সন্তান নিয়ে ওই কোয়ার্টারে থাকেন।

গত বৃহস্পতিবার এক নারী সাবলেট হিসেবে ওই বাসায় উঠেছিলেন বলে জানিয়েছেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাশৈনু। তিনি বলেন, পরিচিত হিসেবে কোনো ডকুমেন্টস না রেখেই মেয়েটিকে ওঠানো হয়। সেই মেয়েটি আমাদের প্রধান সাসপেক্ট। কিন্তু তার নাম-ঠিকানা বা কোথায় কাজ করত কিছুই বলতে পারছেন না গৃহকর্ত্রী।

ঘটনার সময় ওই নারী বাসায় ছিলেন জানিয়ে ওসি বলেন, জড়িত অন্যরা এলে সাবলেটে ওঠা মেয়েটি দরজা খুলে দেয়। তারপর তারা গৃহকর্ত্রীকে বেঁধে অন্যান্য জিনিসপত্রের সঙ্গে বাচ্চাটিকে নিয়ে চলে যায়।

এদিকে ওই ঘটনার ফুটফুটে শিশুটির ছবিসহ একটি পোস্ট ছড়িয়ে পড়েছে ফেসবুকে। শিশুটির মায়ের এক সহকর্মী ফেসবুক পোস্টে লিখেছেন আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার, লালবাগ টাওয়ারের পাশের গলি থেকে আমার অফিস কলিগ ফারজানার বাসায় ডাকাতি হয়েছে। ডাকাত (একজন মহিলা আর দুজন পুরুষ) জিনিসপত্র ও একমাত্র বাচ্চা নিয়ে গেছে।

ঘটনার পরপরই জড়িতদের গ্রেপ্তারে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার সকালে র‌্যাবের প্রেস উইং থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায় অপহরণের ঘটনায় জড়িত দুর্বৃত্তকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।  আজিমপুরের লালবাগ টাওয়ারের পাশের একটি বাসায় ডাকাতির ঘটনা ঘটে। টাকা ও স্বর্ণালঙ্কার লুটের পর ছয় মাসের এক একটি দুধের শিশুকেও নিয়ে যায় ডাকাতচক্র। জানা গেছে, ওই শিশুটির মা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন। তিনি স্বামী-সন্তান নিয়ে ওই কোয়ার্টারে থাকেন।

গত বৃহস্পতিবার এক নারী সাবলেট হিসেবে ওই বাসায় উঠেছিলেন বলে জানিয়েছেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাশৈনু। তিনি বলেন পরিচিত হিসেবে কোনো ডকুমেন্টস না রেখেই মেয়েটিকে ওঠানো হয়। সেই মেয়েটি আমাদের প্রধান সাসপেক্ট। কিন্তু তার নাম-ঠিকানা বা কোথায় কাজ করত কিছুই বলতে পারছেন না গৃহকর্ত্রী।

ঘটনার সময় ওই নারী বাসায় ছিলেন জানিয়ে ওসি বলেন জড়িত অন্যরা এলে সাবলেটে ওঠা মেয়েটি দরজা খুলে দেয়। তারপর তারা গৃহকর্ত্রীকে বেঁধে অন্যান্য জিনিসপত্রের সঙ্গে বাচ্চাটিকে নিয়ে চলে যায়।

এদিকে ওই ঘটনার ফুটফুটে শিশুটির ছবিসহ একটি পোস্ট ছড়িয়ে পড়েছে ফেসবুকে। শিশুটির মায়ের এক সহকর্মী ফেসবুক পোস্টে লিখেছেন  আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার, লালবাগ টাওয়ারের পাশের গলি থেকে আমার অফিস কলিগ ফারজানার বাসায় ডাকাতি হয়েছে। ডাকাত (একজন মহিলা আর দুজন পুরুষ) জিনিসপত্র ও একমাত্র বাচ্চা নিয়ে গেছে।

ঘটনার পরপরই জড়িতদের গ্রেপ্তারে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী।

সবা:স:সু-১১৭/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম