পিকনিক করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

পিকনিক করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

ঝালকাঠি সংবাদদাতা:

ঝালকাঠিতে শহরের বাঁশপট্টি (কলাবাগান) এলাকায় পিকনিক করতে গিয়ে ছাদ থেকে পড়ে নাফিজ নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার (২১ সেপ্টম্বর) রাতে ছাদ থেকে পড়ে যাওয়ার পর স্থানীয়রা তাকে দ্রুত সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, নাফিজের মৃত্যুর ঘটনায় তার এক বন্ধুকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ মৃত যুবকের সঙ্গে তার বন্ধুদের অবস্থান ও ঘটনাস্থলের পরিস্থিতি যাচাই করছে।স্থানীয়রা জানায়, পিকনিকের সময় নিরাপত্তা ব্যবস্থা অনুপস্থিত ছিল। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, তদন্ত শেষে ঘটনার দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পুলিশ কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলে মনে হচ্ছে। তবে ঘটনার পুরো তদন্ত চলছে। নিহতের পরিবার ও বন্ধুদের সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

সদর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে সুরতহল শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম