
বগুড়া সংবাদদাতা:
বগুড়ার শেরপুরে প্রায় পাঁচ মণ ওজনের পাথরের প্রাচীন মূর্তি বিক্রির সময় দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় মূর্তিটি উদ্ধার করা হয়। রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কুসুম্বি ইউনিয়নের দক্ষিণ আমুইন এলাকায় অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত হলেন শেরপুর উপজেলার শেরুয়া গ্রামেন আবুল বাসার রুবেল (৫৫) এবং সিরাজগঞ্জের সদর উপজেলার বাঙ্গালিয়াগাতি গ্রামের আল আমিন সরকার (৪৮)।
র্যাব জানায়, দক্ষিণ আমুইন এলাকার সোনালী পুকুরের পাশের একটি ঘরের মাটির নিচে থেকে প্রাচীন একটি মূর্তি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি কষ্টিপাথরের মূর্তি। এ ঘটনায় পুকুরের লিজগ্রহিতা আবুল বাশার রুবেল এবং মূর্তি বিক্রিতে সহায়তাকারী আল আমিনকে আটক করা হয়েছে।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ জানান, উদ্ধারকৃত মূর্তির ওজন প্রায় ১৯০ কেজি। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে শেরপুর থানায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।