ইবির ধীরগতি ইন্টারনেটে শিক্ষা কার্যক্রম ব্যাহত

 

ইবি প্রতিনিধি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ( ইবি) ধীরগতির ইন্টারনেট সেবার কারণে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। মানসম্মত ইন্টারনেট সুবিধা না থাকার কারণে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমসহ আবাসিক হলের শিক্ষার্থীরা থমকে যাচ্ছে অনলাইন ক্লাসসহ গবেষণামূলক কার্যক্রমে।

শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ দেয়ার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের দুটি প্রশাসনিক ভবন, তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিস, টিএসসিসি, ৮ টি আবাসিক হল, অনুষদ ভবনগুলোতে, বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ কেন্দ্রীয় গ্রন্থাগারে, আবাসিক শিক্ষক কোয়ার্টারে ওয়াইফাই জোন চালু থাকলেও তা চলছে খুব ধীরগতিতে । দুর্বল গতির কারণে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না শিক্ষার্থীরা। এতে বিভিন্ন অনলাইন শিক্ষা ও গবেষণামূলক কার্যক্রম থেকে পিছিয়ে পড়ছেন তারা।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ওয়াইফাই সেবা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, অনলাইনে ক্লাস করা, বই পড়া ও গবেষণা কার্যক্রম চালাতে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা প্রয়োজন, কিন্তু ধীরগতির ইন্টারনেটের কারণে সেসব শিক্ষা কার্যক্রমে বিঘ্ন ঘটছে। ইন্টারনেট কানেক্ট হলেও-এর গতি ধীর হওয়ায় ব্যবহার অনুপযোগী হয়ে থাকে। বারবার সংযোগ বিচ্ছিন্ন হওয়াসহ দীর্ঘসময় নিয়ে লোডিং হওয়ায় ইন্টারনেট ব্যবহারে ভোগান্তির শিকার হচ্ছে তারা।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহে খোঁজ নিয়ে জানা যায় যায়, হলগুলোতে সমৃদ্ধ ইন্টারনেট ব্যবস্থা থাকলেও দিনের বেশিরভাগ সময় ১০০ কেবিপিএস থেকে ১৫০ কেবিপিএস গতির ইন্টারনেট সংযোগের কারণে অনলাইনে শিক্ষামূলক কোনো কনটেন্টই দেখা সম্ভব হয় না। ফলে পড়ালেখা থেকে শুরু করে অ্যাসাইনমেন্টের কাজ করতে সমস্যায় পড়ছেন তারা। তাই বাধ্য হয়ে তাদের নিজ নিজ মোবাইল ডাটার উপর নির্ভর করতে হয়। কিন্তু তারপরও ভোগান্তির শেষ নাই হলগুলোতে পায় না পর্যাপ্ত মোবাইল নেটওয়ার্ক।

বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষার্থী খাদিজা খাতুন জানান, প্রয়োজনীয় কোনো তথ্য খুজতে বা অনলাইনে ক্লাস করতে গেলে ব্যাপকভাবে নেটওয়ার্কের সমস্যার সম্মুখীন হতে হয়, একাধিকবার বিচ্ছিন্ন ঘটে অনলাইন ক্লাস থেকে।

বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী নাজিম হোসেন বলেন,’অবসরে অনলাইনে বিভিন্ন শিক্ষামূলক কনটেন্ট ও বিদেশি লেখকদের বই পড়ার অভ্যেস থাকলেও হলের ইন্টারনেট সমস্যার কারণে বেশিরভাগ সময়েই পড়তে পারিনা, ধীরগতির ইন্টারনেটের কারণে কোথাও ব্রাউজও করতে পারিনা।’

শহিদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী মাজিদুল ইসলাম উজ্জ্বল বলেন, ‘প্রতিদিন আমাকে আমাদের সেশনের গ্রুপে ক্লাসের সময়, টিউটরিয়াল পরীক্ষার সময়-তারিখসহ বিভাগের গুরুত্বপূর্ণ তথ্য দেখতে হয়। কিন্তু ওয়াইফায়ের ন্যূনতম স্পিড না থাকায় খুব সমস্যায় পড়ে যায়।’

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক শিক্ষার্থী নুসরাত সরকার রাসা বলেন, ‘একাডেমিক কিছু পড়াশুনা রয়েছে, যেটা নেট থেকেই আমাকে কাভার করতে হয়। কিন্তু ওয়াইফায়ের যে গতি তাতে পড়াশুনায় চরম সমস্যায় পড়তে হচ্ছে।’

এই বিষয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাহবুবুল আরেফিন বলেন, ‘ হলের প্রতিটি ব্লকে আমরা উচ্চ ক্ষমতা সম্পন্ন রাউটার ও ইন্টারনেটের সংযোগের ব্যবস্থা করলেও আইসিটি সেল থেকে আমরা নিরবচ্ছিন্ন ইন্টারনেট সাপ্লাই পাচ্ছিনা। এটা সম্পূর্ণ আইসিটি সেলের ব্যর্থতা। তাদের ইন্টারনেট সাপ্লাইয়ের ব্যর্থতার দরুন আমাদের শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ব্যাপারে কয়েকবার আইসিটি সেলে যোগাযোগ করেও কোনো সমাধান পায়নি।’

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আহসান উর আম্বিয়া বলেন, ‘ইন্টারনেটের ধীরগতির ব্যাপারে কোনো অভিযোগ পায়নি, ইন্টারনেট তো ভালোই চলছে। আর কোনো সমস্যার অভিযোগ পেলে ওয়াইফাই প্রোভাইডার বিটিজেনের সাথে আলাপ করে সমস্যার সমাধান করবো।’

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর

স্টাফ রিপোর্টার:
মেটার মালিকানাধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ব্যবহার করেন এই অ্যাপ। এর মাধ্যমে ব্যবহারকারীদের ছবি এবং ভিডিও শেয়ার করতে পোল পরিচালনা করা যায়। এছাড়া ব্যক্তিগত কাজ ছাড়াও ব্যবসায়িক, অফিসের কাজে এই অ্যাপটি নিয়মিত ব্যবহার করা হচ্ছে। প্রতিনিয়তই ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে হাজির হয় হোয়াটসঅ্যাপ। এসব পরিবর্তনে অ্যাপটি আরও বেশি জনপ্রিয় হবে বলে মনে করা হচ্ছে।
এবার নিয়ে আসছে ‘মেসেজ থ্রেডস’ নামে একটি নতুন ফিচার, যা চ্যাটিং আরও সহজ করবে। নতুন আপডেটের ফলে নির্দিষ্ট বার্তার প্রতিক্রিয়া (রিপ্লাই) সহজে ট্র্যাক করা যাবে, যা দীর্ঘ কথোপকথন বা গ্রুপ চ্যাট ব্যবস্থাপনায় বেশ কার্যকর হবে।
মেসেজ থ্রেডস ফিচার কী?
এই ফিচারের মাধ্যমে নির্দিষ্ট মেসেজের রিপ্লাইগুলো একটি আলাদা থ্রেডে সংরক্ষিত থাকবে। ফলে ব্যবহারকারীরা সহজেই আগের উত্তরগুলো খুঁজে পাবে এবং বারবার স্ক্রল করার প্রয়োজন পড়বে না।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ওয়েবেটাইনফো জানিয়েছে, হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বেটা ২.২৫.৭.৭ সংস্করণে এই ফিচার যুক্ত হয়েছে। এটি মূলত একটি সংগঠিত কথোপকথনের ব্যবস্থা তৈরি করবে, যেখানে প্রতিটি মেসেজের প্রতিক্রিয়া (রিপ্লাই) আলাদাভাবে দেখা যাবে।
এই ফিচার কীভাবে কাজে আসবে?
বর্তমানে কোনো মেসেজের রিপ্লাই দেখতে চাইলে একে একে ক্লিক করতে হয় বা প্রথম উদ্ধৃত মেসেজটি খুঁজে বের করতে হয়। নতুন আপডেটের ফলে সব রিপ্লাই একই থ্রেডে সাজানো থাকবে, ফলে সহজেই পুরোনো মেসেজ এবং তার প্রতিক্রিয়া দেখা যাবে।
মেসেজ থ্রেডসের সুবিধাগুলো- 
দীর্ঘ কথোপকথন ট্র্যাক করা সহজ হবে।
পুরোনো রিপ্লাই খুঁজতে স্ক্রল করার ঝামেলা কমবে।
গ্রুপ চ্যাট ও অফিসিয়াল কমিউনিকেশন আরও কার্যকর হবে।
চ্যাটের গোপনীয়তা ও সংগঠিত বিন্যাস বজায় থাকবে।
কবে থেকে পাওয়া যাবে এই ফিচার?
বর্তমানে মেসেজ থ্রেডস ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে (বেটা ভার্সনে) চালু হয়েছে এবং নির্দিষ্ট কিছু ব্যবহারকারী এটি ব্যবহার করতে পারছেন। তবে খুব শিগগিরই এটি সর্বজনীনভাবে উন্মুক্ত করা হবে, যাতে সব ব্যবহারকারী এই নতুন সুবিধা উপভোগ করতে পারেন।
ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম