কুমিল্লা সাংবাদদাতা:
কুমিল্লার হোমনায় বজ্রপাতে দুই বোনসহ তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নালা দক্ষিণ গ্রামের জাকিয়া ও মমতাজ নামে দুই বোন এবং খোদেদাউদপুর গ্রামের রাশেদ মিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা।
তিনি বলেন, বিকেল ৩টার দিকে ভবানীপুর ঘাটে খেয়া পারাপারের জন্য কয়েকজন যাত্রী অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুই নারী মারা যান। গুরুতর আহত অবস্থায় রাশেদ মিয়াকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনিও মারা যান।
স্থানীয় বাসিন্দা আবুল কাশেম জানান, তিতাস নদীর ভবানীপুর ঘাট থেকে ঝগরার চর যাওয়ার জন্য যাত্রীরা ঘাটে অপেক্ষা করছিলেন। তখন আকস্মিক বজ্রপাত তাদের ওপর আঘাত হানে।
হোমনা থানার উপপরিদর্শক (এসআই) জীবন বিশ্বাস বলেন, বজ্রপাতে ৩ জনের মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে রওয়ানা দিয়েছি। ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত জানাতে পারব।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.