বায়েজিদে মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে দেখে নেয়া হুমকি দেন মাদক কারবারিরা

চট্টগ্রাম প্রতিনিধিঃ

মাদক বিক্রিতে জড়িতদের কাছ থেকে অকথ্য ভাষায় গালিগালাজসহ বিভিন্ন ক্ষতি করবে বলে হুমকি পাওয়ার অভিযোগে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানায় সাধারণ ডায়েরি (জিডি) যাহার নং ১৬৫৮ দায়ের করেছেন চট্টগ্রামের সাংবাদিক মোঃ জুবায়ের। তিনি ঢাকা থেকে প্রকাশিত একটি জাতীয় দৈনিক পত্রিকায় কর্মরত আছেন।
শনিবার (২৪ ডিসেম্বর) বিকাল ৪:১০ ঘটিকার সময় বায়েজিদ বোস্তামী থানাধীন আরফিন নগর ওয়ালটন শো-রুম এর সামনে এ হুমকি প্রদান করা হয়।
হুমকির স্বীকার সাংবাদিক মোঃ জুবায়ের বলেন,মাদক ব্যবসায়ী মুক্তা ও তার স্বামী হযরত আলী দু’জন চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, ও অবৈধ মাদক কারবারিদের গডফাদার। তাঁরা পেশিশক্তি খাটিয়ে দীর্ঘদিন বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। মাদক ব্যবসা করে আসছেন সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে এমন তথ্যবহুল সংবাদের জেরে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ বিভিন্ন ক্ষতি করবে বলে হুমকি প্রদান করেন মুক্তা ও তার স্বামী হযরত আলী। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
থানার জিডি সূত্রে জানা যায়, মাদকের বিস্তার নিয়ে সম্প্রতি প্রতিবেদন করেন জুবায়ের। এর জেরে মুক্তা ও তার স্বামী হযরত আলী শনিবার বিকেলে জুবাইরকে অকথ্য ভাষায় গালিগালাজসহ মারমুখি আচরণ করে এবং উক্ত বিষয় নিয়ে বাড়াবাড়ি করলে তাকে এবং তার পরিবারের সদস্যদের বিভিন্ন ক্ষতিসাধন করবে, মিথ্যা মামলা দিবে বলে বিভিন্ন ভয়ভীতি ও সাংবাদিকতা করতে দিবে না বলে হুমকি প্রদান করে।

এই বিষয়ে বায়েজিদ থানার এস আই আব্দুল্লা বলেন, অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
ঘটনার পর থেকে হুমকিদাতা মুক্তা ও তার স্বামী হযরত আলী পলাতক রয়েছে। এদিকে, সাংবাদিককে হুমকির নিন্দা জানিয়েছেন চট্টগ্রামসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিও জানান তারা।

চৌহালীতে প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন

 

চৌহালী প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন। প্রেস ক্লাবের নতুন কমিটি গঠনের লক্ষে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে চৌহালী উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে মুনন্সি আব্দুল লতিফ এর সভাপতিত্বে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।

প্রথম অধিবেশন শেষে দুপুরে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। দ্বিতীয় অধিবেশনের জন্য নির্বাচন কমিশন গঠনের পর ব্যালট বক্সের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে আগামী তিন বছর মেয়াদে চৌহালী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পদে আমাদের নতুন সময় পত্রিকার চৌহালী প্রতিনিধি মোঃ রাশিদুল হাসান (জুয়েল সরকার) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। সাধারণ সম্পাদক পদে মাই টিভির চৌহালী ও বেলকুচি প্রতিনিধি আঃ লতিফ ও সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার চৌহালী প্রতিনিধি মোঃ ফরহাদ হোসেন নির্বাচিত হয়।

এছাড়াও দপ্তর সম্পাদক পদে মোঃ রমজান প্রামানিক এবং কোষাধ্যক্ষ পদে মোঃ আলমগীর হোসেন নির্বাচিত হয়।

সাধারণ সম্পাদক পদে-২ জন মির্জা শহিদুল ইসলাম ও আঃ লতিফ প্রতিদ্বন্দ্বী করেন।

সাংগঠনিক সম্পাদক পদে-৩ জন মোঃ ফরহাদ হোসেন, মোঃ আল ইমরান মনু ও মোঃ ইমরুল হাসান সিকদার প্রতিদ্বন্দ্বী করেন।

দপ্তর সম্পাদক পদে-২ জন মোঃ রমজান প্রামানিক ও মোঃ ইমরান হোসেন আপন প্রতিদ্বন্দ্বী করেন।

ভোট গণনার পর সভাপতি-জুয়েল সরকার, সাধারণ সম্পাদক- আঃ লতিফ, সাংগঠনিক সম্পাদক- মোঃ ফরহাদ হোসেন ও দপ্তর সম্পাদক- রমজান প্রামানিক বিজয়ী ঘোষণা করে আগামী তিন বছরের জন্য কমটি গঠন করা হয়।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান