সাবেক মন্ত্রী দীপু মনি ৪ দিন রিমান্ডে

সাবেক মন্ত্রী দীপু মনি ৪ দিন রিমান্ডে

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মনির হত্যা মামলায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা দীপু মনিকে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ সোমবার এই আদেশ দেন। এ ছাড়া রাজধানীর লালবাগ থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সকালে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে দীপু মনি ও সোলায়মানকে আদালতে হাজির করা হয়। পরে তাদের রাখা হয় আদালতের হাজতখানায়। সকাল সাড়ে ১০টার দিকে দীপু মনি ও সোলায়মানকে আদালতকক্ষে হাজির করা হয়।

শাহবাগ থানায় করা মনির হত্যা মামলায় দীপু মনিকে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন বাতিল চেয়ে জামিন চাওয়া হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত দীপু মনিকে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

গত বছরের ১৯ আগস্ট দীপু মনিকে গ্রেপ্তার করে পুলিশ। এর পর থেকে তিনি কারাগারে আছেন। গত বছরের ১৩ নভেম্বর সোলায়মান গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

নিক্সন চৌধুরীর স্ত্রী তারিনের গুলশানের ফ্ল্যাট জব্দের আদেশ আদালতের

স্টাফ রিপোর্টার:

ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন চৌধুরী) ও তার স্ত্রী তারিন হোসেন-এর নামে গুলশানে অবস্থিত একটি ফ্ল্যাট, গ্যারেজ ও কমনস্পেস জব্দের আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (২০ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব আদালতে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন, দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালাম আদালতে এই জব্দের আবেদন করেন। আবেদনপত্রে জানানো হয়েছে, তারিন হোসেনের নামে গুলশান এলাকায় ১০ কোটি ৩২ লাখ ৮৬ হাজার ৪৩৮ টাকা মূল্যের সম্পদ রয়েছে।

তদন্তে জানা গেছে, মুজিবুর রহমান চৌধুরী গুলশানে একটি ১৩ তলা আবাসিক ভবনের ৭ম তলায় অবস্থিত ৫১৭২ বর্গফুট আয়তনের ফ্ল্যাট, গ্যারেজ এবং কমনস্পেস সহ মোট ১০ কাঠা ৩ ছটাক জমি ক্রয় করেন। এই সম্পদ ২০১৩ সালের ২৯ জানুয়ারি বণ্টন চুক্তির মাধ্যমে প্রথম স্ত্রীর নামে নিবন্ধিত করা হয়েছিল। পরবর্তীতে তার প্রথম স্ত্রীর মৃত্যুর পর ফ্ল্যাটটি তারিন হোসেনের নামে রেজিস্ট্রেশন করা হয়।

দুদকের মতে, এই সম্পত্তি মুজিবুর রহমান চৌধুরী অবৈধ উপায়ে অর্জিত অর্থ দিয়ে ক্রয় করেছিলেন।

এর আগে, ৯ জানুয়ারি দুদক পৃথক দুটি মামলায় অভিযোগ করে যে, নিক্সন চৌধুরী ও তার স্ত্রী তারিন হোসেনের ব্যাংক হিসাব থেকে অস্বাভাবিক লেনদেন হয়েছে, এবং তারা প্রায় ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।

এছাড়া, গত ২৪ ফেব্রুয়ারি আদালত নিক্সন চৌধুরী এবং তার স্ত্রী তারিন হোসেনের দেশত্যাগ নিষেধাজ্ঞা জারি করেছিলেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম