সেনাবাহিনী ও বিজিবি এর যৌথ অভিযানে ১ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ

সেনাবাহিনী ও বিজিবি এর যৌথ অভিযানে ১ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে এবং বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সমন্বয়ে একটি যৌথ দল সোমবার (৬ অক্টোবর) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের দুর্লভপুর নামক এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার অবৈধ প্রসাধনী, শাড়ি এবং সিগারেট জব্দ করা হয়েছে। জব্দকৃত দ্রব্যসামগ্রী আনুমানিক মূল্য ১ কোটি টাকা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসব পন্য ভারত হতে অবৈধভাবে দেশে আনা হয়েছিল। সোমবার সন্ধ্যার পর বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার ক্যাম্প কর্তৃক এলাকায় অবৈধ চোরাচালান, মাদকদ্রব্য ব্যবহার অবৈধ ব্যবসা রোধ, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সতেজ করে তোলে;মোশারেফ হোসেন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

তরুণ প্রজন্মকে সুস্থভাবে গড়ে তুলতে ও সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই।
খেলাধুলা সমাজের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুব সমাজকে দূরে রাখে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সতেজ করে তোলে। সুস্থভাবে জীবনযাপন করতে খেলাধুলার বিকল্প নেই এবং খেলাধুলা মনকে আনন্দ দেয় শরীরকে সুস্থ রাখে।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে কদমতলী কলেজপাড়া আত-তাক্বওয়া সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মো: মোশারেফ হোসেন এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আজকের যুবসমাজ হবে আগামী বাংলাদেশের কান্ডারি। সেই বাংলাদেশের নেতৃত্ব দিতে যুব-সমাজকে প্রস্তুত হতে হবে। শিক্ষাদীক্ষার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে। একমাত্র খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে।

এসময় তিনি কদমতলী কলেজপাড়া ফুটবল ক্লাবের খেলোয়াড়দের জন্য আত-তাক্বওয়া সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে ফুটবল খেলার বল ও জার্সি বিতরণ করেন

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম