ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে এবং বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সমন্বয়ে একটি যৌথ দল সোমবার (৬ অক্টোবর) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের দুর্লভপুর নামক এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার অবৈধ প্রসাধনী, শাড়ি এবং সিগারেট জব্দ করা হয়েছে। জব্দকৃত দ্রব্যসামগ্রী আনুমানিক মূল্য ১ কোটি টাকা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসব পন্য ভারত হতে অবৈধভাবে দেশে আনা হয়েছিল। সোমবার সন্ধ্যার পর বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার ক্যাম্প কর্তৃক এলাকায় অবৈধ চোরাচালান, মাদকদ্রব্য ব্যবহার অবৈধ ব্যবসা রোধ, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.