মো: মহিব্বুল্লাহ, স্টাফ রিপোর্টার:
রাজধানীর কাওলা গোয়ালবাড়ি মাদ্রাসা রোডের ভোরবেলার শান্ত পরিবেশ ভেঙে দেয় এক প্রাইভেট কারের কর্ণভেদী হর্ণ।
ফজরের নামাজ শেষে ফাঁকা রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন মুসল্লীরা। হঠাৎ দ্রুতগতিতে পেছন থেকে আসা গাড়িটি অকারণে হর্ণ বাজাতে থাকে। এতে ভয় পেয়ে হোঁচট খান এক মুরুব্বি।
ঘটনার এক প্রত্যক্ষদর্শী সাংবাদিক এগিয়ে এসে শান্তভাবে চালককে বলেন, “ভাই, হর্ণটা না বাজালেও পারতেন, মানুষ ভয় পেয়ে গেছে।” কিন্তু কথা শেষ হতেই চালক ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং পরে ওই সাংবাদিককে গলা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন।
আঘাতপ্রাপ্ত সাংবাদিক বলেন, “আমি একজন সাংবাদিক। শুধুমাত্র শান্তভাবে কথা বলার জন্য আমাকে আক্রমণ করা হয়েছে। এটা সম্পূর্ণ অমানবিক ও ভয়ঙ্কর আচরণ।”
স্থানীয়রা জানান, ভোরের নীরবতা ভেঙে এমন কাণ্ডে তারা হতবাক হয়ে পড়েন। এক বাসিন্দা বলেন, “ভোরবেলায় এমন হট্টগোলে মনে হচ্ছিল পুরো পাড়া আতঙ্কে ভরে গেছে।”
ঘটনার পর স্থানীয়রা আহত সাংবাদিককে সহযোগিতা করেন এবং থানায় লিখিত অভিযোগ করার পরামর্শ দেন। তারা জানান, “আমরা এমন আচরণের তীব্র নিন্দা জানাই।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.