
স্টাফ রিপোর্টার॥
অমর একুশে বইমেলা ২০২৬-এ প্রতিভা প্রকাশ থেকে প্রকাশিত হচ্ছে দৈনিক সবুজ বাংলাদেশ-এর সম্পাদক ও প্রবীণ সাংবাদিক মোহাম্মদ মাসুদের লেখা সহায়কগ্রন্থ ‘সংবাদ ও সাংবাদিকতা’।
নতুন সংবাদকর্মীদের জন্য সহজ ও সংক্ষিপ্ত দিকনির্দেশনা সম্বলিত এই গ্রন্থকে লেখক একটি “পথপ্রদর্শক হাতিয়ার” হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন—
“বর্তমান সময়ে সাংবাদিকতায় পেশাদারিত্ব ও বস্তুনিষ্ঠতা সবচেয়ে বেশি প্রয়োজন। নবীন সংবাদকর্মীরা যদি প্রাথমিক ধারণা ও নৈতিক মানদণ্ড মেনে কাজ শুরু করেন, তবে তাদের হাতেই তৈরি হবে আগামী দিনের বিশ্বাসযোগ্য সাংবাদিকতা। এই বইয়ে আমি চেষ্টা করেছি সংক্ষেপে কিন্তু প্রাসঙ্গিকভাবে সংবাদকর্মীদের জন্য প্রয়োজনীয় বিষয়গুলো তুলে ধরতে।”
বইটির মূল্য রাখা হয়েছে ৫০০ টাকা। এটি পাওয়া যাবে প্রতিভা প্রকাশের শো-রুমে—
রুম নং ১৪ (২য় তলা), সেঞ্চুরি আর্কেড শপিং সেন্টার, ১২০ আউটার সার্কুলার রোড, সিদ্ধেশ্বরী, ঢাকা-১২১৭। ফোন: 0258316638, মোবাইল: 01912-601494 (হোয়াটসঅ্যাপ), 01710-320861 (হোয়াটসঅ্যাপ)। ও দৈনিক সবুজ বাংলাদেশ এর অফিস: ২১/১ নয়াপল্টন,ঢাকা
এছাড়া বইটি অর্ডার করা যাবে রকমারী, ওয়াফিলাইফ, পিবিএস, বুকশপার, ই-জননী, বইফেরী, ধী, বাতিঘর, প্রথমা, বইবাজার, বিডি বুকস, ই-বইঘর, পাঠক পয়েন্ট, বইয়ের দুনিয়া, বইসদাই, বই প্রহর, কিতাবঘর, বুকভান্ডার, পাঠক সমাবেশসহ জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্মে।