নিজস্ব প্রতিবেদক|| মানিকগঞ্জ সড়ক বিভাগ ডুবাচ্ছেন প্রধান প্রকৌশলী ও তার ঘনিষ্ঠ সহকারী শাহজাদা ফিরোজ। গুরু শিষ্য মিলে লুটেপুটে খাচ্ছে সড়ক ও জনপথ অধিদপ্তর। দুজনার বিরুদ্ধেই রয়েছে দুর্নীতি দমন কমিশন দুদকে গুরুতর অভিযোগ। সরকারি অর্থ আত্মসাৎ নিয়মিত কর্মকাণ্ড সহ অসংখ্য দুর্নীতির অভিযোগ আর এসব কর্মকারের মাধ্যমে দুজনেই সম্পদের পাহাড় গড়েছেন।
সরকারি চাকরিতে কর্মরত থেকে নানা দুর্নিত অনিয়ম ও অবৈধ আয়ে একাধিক অট্টালিকা সহ সম্পদের পাহাড় গড়েছেন মানিকগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের যে দুই প্রকৌশলী কর্মকর্তা তারা হলেন প্রধান প্রকৌশলী মারুফ ও তার সহকারী প্রকৌশলী শাহজাদা ফিরোজ। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী তিনি একাই সামলাচ্ছেন দুটি দায়িত্বে। উপ-বিভাগীয় প্রকৌশলী (অ. দা.), সওজ এবং ১ম সারি কারখানা উপ-বিভাগীয় সহ সহকারী প্রকৌশলী (সিভিল)।
অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন তাদের অনুসন্ধানে এই দুই কর্মকর্তার সম্পদের ফুলে ফেঁপে ওঠার বিষয়টির সত্যটা হয়েছে বলে জানা গেছে।
বিস্তারিত আসছে……
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.