শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন

শ্রাবনী আক্তার॥
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের একটি অংশে আগুন লেগেছে। তবে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে আগুন লাগার এ ঘটনা ঘটে। কার্গো ভিলেজের এ অংশে আমদানি করা পণ্য মজুদ রাখা হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট কাজ করছে।হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ সবুজ বাংলাদেশকে জানান, কার্গো ভিলেজের পাশে একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমান বাহিনীসহ বিমানবন্দের দায়িত্বরতরা কাজ করছে। বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

তিতাস গ্যাসের ৮৭৫ তম বোর্ড সভা

সোহরাওয়ার্দীঃ
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র (১০ম-২০২৫) ৮৭৫ তম বোর্ড সভা বুধবার ২৮ মে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে। তিতাস গ্যাসের কর্মকর্তা কর্মচারীদের বোনাসের বিষয়টি অগ্রধিকার ভিত্তিতে আলোচনা হবে এই বোর্ড সভায়। তিতাস গ্যাসের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এই সভা অনুষ্ঠিত হবে। ভার্চুয়ালি অনুষ্ঠিত এই ভোট সভায় উপস্থিত থাকবেন তিতাস বোর্ডের চেয়ারম্যান, সচিব প্রধান উপদেষ্টার কার্যালয় সাইফুল্লাহ পান্না, তিতাস বোর্ডের পরিচালক, বিপিডিবি চেয়ারম্যান রেজাউল করিম, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব এস এম মাইনুদ্দিন, জ্বালানি ও খনির সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব (বাজেট-২) তিতাস বোর্ডের পরিচালক মোঃ হাসানুল মতিন, বিসিআইসি চেয়ারম্যান তিতাস বোর্ডের পরিচালক মোঃ ফজলুর রহমান,স্কুল অব বিজনেস ইকোনমিক্স এর প্রফেসর ও ডিন, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, তিতাস বোর্ডের ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর ডঃ মোহাম্মদ মুসা, অতিরিক্ত সচিব তিতাস বোর্ডের ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর সালিমা জাহান এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক শাহ নেওয়াজ পারভেজ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম