স্টাফ রিপোর্টার॥
শুক্রবার ১৭ অক্টোবর নিজ এলাকায় আসরের নামাজ পড়ে গণসংযোগ করতে যান রেজাউল কবির পল। পাশাপাশি এলাকায় থাকেন নিপুণ রায়ের অন্যতম সহচর মোজাদ্দেদ বাবু।
ঢাকা ৩ আসনের বিএনপির আরেক প্রতিপক্ষ নিপুণ রায়। গত ৫ আগস্টের পরে নিপুণ রায় এবং বাবু চেয়ারম্যান সহ শুভাঢ্যা, ইকুরিয়া, তেঘুরিয়া সহ অন্যান্য এলাকায় আওয়ামীলীগের নানা জায়গায় দখল নেয়। বিশাল টাকার দেনদরবারে অনেক আওয়ামীলীগ নেতাকর্মীদেরকে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করে। শুধু তাই নয়,
নিজ এলাকায় রেজাউল কবির পলের জনসভায় এই নিপুণ প্যানেলের লোকজন সংঘাতের সৃষ্টি করে। একই এলাকা হওয়া সত্বেও একই সময়ে নিপুণ রায়ের আদেশে বাবু চেয়ারম্যান একটি ঝটিকা মিছিলের আয়োজন করে।
স্থানীয় জনতার স্বতঃস্ফূর্ত জনসমাগমে তাদের পরিকল্পনা নস্যাৎ হয়। এর আগেও স্থানীয় প্রশাসন কয়েকবার নিপুণ প্যানেলের লোকজনকে সাবধান করে।
রেজাউল কবির পল ছাত্রনেতা থেকে উঠে আসা একজন বিএনপির রাজনৈতিক কর্মী। জেল- জুলুম সহ্য করে মৃত্যু মুখ থেকে ফিরে আসা একজন শান্তি প্রিয় নেতা। জিনজিরা সহ কেরানীগঞ্জবাসি পলের পক্ষে গণ সমর্থন দিয়ে এই গণ সংযোগ শুরু করেন।
পল বলেন, নিজ এলাকায় নামাজ, জানাজা আর প্রচারণা করতে এমন কিছু ঘটবে তা অত্যন্ত দু:খজনক।
তিনি সহিংস রাজনীতির পথ পরিহারের আহবান জানান। পল বলেন, দল যদি তাকে নির্বাচন করতে অনুমতি দেয় তাহলে তিনি চাঁদাবাজি, মাদক কারবারি এবং সন্ত্রাস মুক্ত এলাকা উপহার দিবেন। তিনি বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের মতো আপোষ হীন রাজনীতিতে বিশ্বাসী।
ভোটের মাঠে স্বচ্ছ প্রতিদ্বন্দ্বিতায় বিশ্বাস করেন তিনি।
নিজ এলাকায় আসরের নামাজ পড়ে রেজাউল কবির পলের গণসংযোগে যোগ দেয় কেরানীগঞ্জের হাজার হাজার মানুষ। তিনি সকলের ভালবাসা এবং দোয়া কামনা করেন।
নিপুণ -বাবুর বাধা উপেক্ষা করে পলের পক্ষে গণসংযোগ করতে লক্ষ লোকের জনসমাগম ঘটে কেরানীগঞ্জ এলাকায়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.