গরুর ফ্যাশন শো দেখতে হাজারো মানুষের ভীড়!

 

রায়হান হোসাইন, চট্টগ্রামঃ-

ফ্যাশন শো বলতে মূলত আমরা বুঝি আধুনিক পোষাকের প্রদর্শনী এমন এক অনুষ্ঠান। তবে এই ফ্যাশন শো”র আয়োজনটা ছিল একেবারেই ভিন্ন, ফ্যাশন শো’টি হলো গরুর ফ্যাশন শো। মোটা তাজা সব সুন্দর সুন্দর গরু দিয়ে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। বাহারি রঙয়ের আকর্ষনীয় গরুর ছিল হরেক নাম এই যেমন কারোটির নাম বিগশো, কারোটির বস এভাবেই আরো কত কি? আর এমন আয়োজন দেখতে হাজার হাজার মানুষের ঢল নেমেছিল চট্টগ্রামে। নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের আউটার স্টেডিয়ামে এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়। বিকেল তিনটায় শুরু হওয়ার কথা থাকলেও এর আগেই জড়ো হতে থাকে হাজার হাজার মানুষ। ৩২টি ক্যাটেল ফার্মের শতাধিক গরু অংশগ্রহণ করেছিল অনুষ্ঠানে। চারিদিকে বেড়া দিয়ে গরু প্রদর্শনীর জন্য স্টেজ বানানো হয়, ঠিক যেমন হয় মানুষের ফ্যাশন শোতে। অনুষ্ঠানে প্রতিটি গরুই ছিল দেখার মত, গরুগুলোকে কেউ সাজিয়েছিল রাজাবিরাজদের পোশাকে, কেউবা আবার পুতির মালা ঝুলিয়েছিল গরুর গলায়, কারো গরুর মাথায় ছিল প্লাস্টিকের সোনালী টিকলি কেউবা আবার গরুর মাথায় লাগিয়েছিল কাশফুল। এভাবেই একে একে খামারিরা দড়ি হাকিয়ে বাশি বাজিয়ে যে যার গরুকে সবার মাঝে প্রদর্শন করে।

ভারত অনুপ্রবেশে সাবেক এমপি ফজলে করিম’সহ আটক-৩

চট্টগ্রাম প্রতিনিধি:

বর্ডার গার্ড বাংলাদেশ সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক ভারত অনুপ্রবেশের চেষ্টায় অবৈধপথে
আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় চট্টগ্রাম রাউজানের (চট্টগ্রাম-৬) সাবেক এমপি
এবিএম ফজলে করিম চৌধুরীসহ ০৩ জনকে আটক করেছে।

অদ্য ১২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ৭টায় সাবেক এমপি’সহ ০৩ জনকে আটক করেছে বিজিবি। আটককৃত অপর ব্যক্তিরা হলো- আখাউড়ার নূরপুর এলাকার সাবেক মেম্বার মো: হান্নান মোল্লা এবং আখাউড়ার স্থানীয় বাসিন্দা ও মানবপাচারকারী চক্রের সদস্য মো: নাঈম চৌধুরী।

লেঃ কর্নেল ফারাহ মোঃ ইমতিয়াজ সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক বলেন, বিজিবির সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) এর ফকিরমোড়া বিওপির টহলদল দায়িত্বপূর্ণ আখাউড়া সীমান্তের আব্দুল্লাহপুর নামক স্থান থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার সময় সাবেক এমপি’সহ সঙ্গী আরোও ৩জনকে আটক করে। তিনি আরও বলেন, আটককৃত ব্যক্তিদের আখাউড়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম